কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চনকে এবার গান গাইতে শোনা যাবে। হ্য়াঁ, ঠিকই শুনছেন। এক্কেবারেই মাইক্রোফোন হাতে স্টোজে উঠে গান গাইবেন 'ধন্যি মেয়ে' জয়া। তবে বাংলা এই মেয়ে জয়া যে বহুমুখী প্রতিভার অধিকারী, তা নতুন কথা নয়। তবে জয়া এই গান বাস্তবে নন, গাইবেন সিনেমার পর্দায় নতুন ছবি 'দিল কা দরওয়াজা খোলা না ডার্লিং'-একটা বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়াকে।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ওয়ামিকা গাব্বি। ইতিমধ্যেই সামনে এসেছে এই রোম্যান্টিক-কমেডির ফার্স্ট লুক পোস্টার। সেখানেই সিদ্ধান্ত-ওয়ামিকার পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা গেল জয়াকেও।। সেখানেই মঞ্চে গায়িকার বেশে হাজির হয়েছেন জয়া।
গোয়ায় সিদ্ধান্ত ওয়ামিকার সঙ্গে শ্যুটিং করছেন জয়া বচ্চন
ছবির জয়াকে একটি কালো লম্বা স্কার্ট ও সাদা শার্টের উপর ম্যাচিং স্কার্ফে দেখা যাচ্ছে। তাঁর হাতে মাইক্রোফোন। তাঁর সেই গানের সঙ্গে সিদ্ধান্ত এবং ওয়ামিকাকে রোমান্টিক পোজ পোজ দিতে দেখা যাচ্ছে। ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীতে একটা লাল সোয়েটশার্ট ও নীল জিন্সে দেখা যাচ্ছে। আর ওয়ামিকা গাব্বি পরেছেন একটা ফ্লাওয়ার প্রিন্টেড ড্রেস। পোশাকে দেখা যায়। বর্তমানে ‘দিল কা দারওয়াজা খোলা না ডার্লিং’ নামে এই ছবির শুটিং গোয়ায় চলছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বানন্দ কিরকিরে। রোমান্টিক-কমেডি ছবিটি পরিচালনা করেছেন বিকাশ বহেল এবং সহ-প্রযোজনা করেছেন রমেশ তৌরানি, হরমন বাওয়েজা, রোহনদীপ সিং, বিরাজ সাওয়ান্ত এবং রমেশ পুলাপাকা। ছবিটি ২০২৫ সালে সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এর আগে করণ জোহরের রোমান্টিক-ড্রামা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে জয়াকে সর্বশেষ রণবীর সিংয়ের ঠাকুমার চরিত্রে দেখা গিয়েছিল। সেই ছবিতে জয়া অবশ্য নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন। বেশ কড়া ঠাকুমা, শাশুড়ি হিসাবে ছবিতে ধরা দিয়েছিলেন জয়া। তবে দিল কা দরওয়াজা খোলা না ডার্লিং-এর পোস্টে বেশ হালকা মেজাজে দেখা যায় জয়াকে।
কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত চতুর্বেদী এই মুহূর্তে তৃপ্তি দিমরির বিপরীতে ধড়ক ২-এর শুটিং করেছে, যেটি পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। আর ওয়ামিকা গাব্বিকে সর্বশেষ বিশাল ভরদ্বাজের স্পাই-থ্রিলার - খুফিয়া (২০২৩)-এ দেখা গিয়েছিল। আগামীতে জয়ম রবি অভিনীত তামিল ম্যাজিকাল রিয়ালিজম ফ্যান্টাসি 'জেনি'-তে দেখা যাবে তাঁকে।