বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana Ranaut: কাজে এল তৈলমর্দন? টুইটারে ফিরলেন ‘বিতাড়িত’ কঙ্গনা, লিখলেন ‘ফিরে ভালো লাগছে’

Kangana Ranaut: কাজে এল তৈলমর্দন? টুইটারে ফিরলেন ‘বিতাড়িত’ কঙ্গনা, লিখলেন ‘ফিরে ভালো লাগছে’

ফিরলেন কঙ্গনা

Kangana Ranaut back on Twitter: ‘এবার খেলা জমবে’, কঙ্গনা টুইটারে ফিরতেই শোরগোল মাইক্রো ব্লগিং সাইটে। এক বছর আট মাস পর টুইটার ব্যান তুলে নিল কঙ্গনার উপর থেকে। 

মঙ্গলবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মুখে চওড়া হাসি! দীর্ঘ সময় পর মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ফিরলেন ‘বিতাড়িত’ কুইন। এর আগে ২০২১ সালের মে মাসে বাংলার বিধানসভা ভোট নিয়ে একের পর এক উস্কানিমূলক টুইটের জেরে কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছিল টুইটার কর্তৃপক্ষ। অবশেষে কঙ্গনার উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিল এলন মাস্কের মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া সাইট।

এদিন কঙ্গনার অফিসিয়্যাল টুইটার, ‘টিম কঙ্গনা রানাওয়াত’-এর তরফে টুইট বার্তায় লেখা হয়, ‘সকলকে নমস্কার, এখানে ফিরে ভালো লাগছে’। মুহূর্তেই ভাইরাল কঙ্গনার সেই টুইট। অনুরাগীরা উচ্ছ্বসিত অভিনেত্রীর কামব্যাক নিয়ে। তবে এখনও টুইটারের তরফে ‘ব্লু টিক’ দেওয়া হয়নি কঙ্গনার এই অ্যাকাউন্টে। তবে পুরোনো টুইট এবং ফলোয়ার সংখ্যা অটুট রয়েছে। টুইটারে কঙ্গনাকে অনুসরণ করেন প্রায় ৩০ লক্ষ ইউজার।  

গত বছর টুইটারের মালিকানা বদলের পর কঙ্গনা সুর নরম করেছিলেন এই মাইক্রো ব্লগিং সাইট নিয়ে। টুইটারকে ‘সেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম’ হিসেবে ঘোষণাও করেছিলেন। আরও বলেছিলেন, ‘বুদ্ধিগতভাবে, আদর্শগতভাবে অনুপ্রাণিত করে টুইটার'। তখনই নিন্দকরা বলাবলি শুরু করে, টুইটারে ফিরতেই ‘তৈলমর্দন’ করছেন কঙ্গনা।

এমনকী সরাসরি কিছু না বললেও গত বছর অক্টোবরে এক নেটিজেনের পোস্ট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেন কঙ্গনা রানাওয়াত। যেখানে ওই নেটিজেন লিখেছিলেন, ‘বাকস্বাধীনতা অত্যন্ত জরুরি। তার খাতিরে কঙ্গনা রানাওয়াতের টুইটার হ্যান্ডেলকেও পুনর্জীবিত করা হোক।’ এলন মাস্ককে ওই পোস্টে ট্যাগও করেছিলেন কঙ্গনা। ফলে স্পষ্ট হয়ে গিয়েছিল টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে মরিয়া বলিউডের কুইন।

কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট সরিয়ে ফেলবার পর টুইটার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল, ‘আমরা বারবার জানিয়েছি কোনও অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে অশান্তির বাতাবরণ সৃষ্টি করা হলে আমরা কঠোর পদক্ষেপ নেব। এই অ্যাকাউন্টটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের হেটফুল কনডাক্ট (ঘৃণা ছড়ানো) পলিসি ও অ্যাবিউসিভ বিহেবিয়ার (খারাপ ব্যবহার) পলিসি না মানার জন্য। আমরা নিশ্চিত করতে চাই টুইটারের সব ব্যবহারকারীদের জন্যই এক নিয়ম মেনে চলি আমরা।’

প্রায় দু-বছর পর কঙ্গনার টুইটার কামব্যাক নিয়ে উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায়। অনেকেই লিখছেন, ‘এবার খেলা জমবে’।

এদিন দ্বিতীয় টুইটে নিজের আসন্ন ছবি ‘এমার্জেন্সি’র একটি প্রোমোশন্যাল ভিডিয়ো শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে ছবির মহরত থেকে শ্যুটিং-এর ঝলক উঠে এসেছে। কঙ্গনা পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ২০শে অক্টোবর। এমার্জেন্সি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন অভিনেত্রী। 

 

বন্ধ করুন