‘মেরে খাবো মে জো আয়ে…’। 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবির সেই কাজলের তোয়ালে পরে নাচের দৃশ্যের কথা মনে পড়ে? সেই দৃশ্যই যদি রাস্তাঘাটে প্রকাশ্যে দেখতে পান, কী প্রতিক্রিয়া দেবেন?
ভাবছেন, শ্যুটিং ছাড়া, এটাও আবার সম্ভব নাকি! তবে এমনটাই যে ঘটেছে। আর এমন কাণ্ড ঘটিয়েছেন কলকাতারই এক মডেল। তাও আবার খোদ রাজধানীর বুকে ইন্ডিয়া গেটের সামনে। নিজেই আবার সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সান্নাতি মিত্র। কী চিনতে পারছেন সান্নাতিকে?
হ্য়াঁ, ঠিকই ধরেছেন, ইনিই সেই সান্নাতি যিনি কিনা চলতি দুর্গাপুজোয় কলকাতার এক মণ্ডপে লাল বিকিনি পরে ছবি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। সেই সান্নাতি মিত্রেরই কাণ্ড এটি। দিল্লির ইন্ডিয়া গেটের সামনে আন্তর্জাতিক পুরুষ দিবসে তোয়ালেতে শরীর ঢেকে নাচলেন প্রকাশ্য দিবালোকে। সাদা তোয়ালে এবং চপ্পল পরে নাচতে দেখা গিয়েছে তাঁকে।সেসময় সেখানে ছিল পর্যটকদের একটি বিশাল ভিড়, ছিল বাচ্চা থেকে বুড়ো। সকলকে অবাক করে এভাবে ঘুরতে দেখা যায় সান্নাতিকে। সেই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় পোস্টও করেছেন কলকাতার এই মডেল। বুঝুন কাণ্ড…। ভিডিয়োর ক্যাপশানে লেখেন, ‘শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস। আপনারা সবাই আপনাদের সাহস, দয়া এবং সহানুভূতি দিয়ে অন্যদের অনুপ্রাণিতকরতে থাকুন।’
আরও পড়ুন-ছেলে আরিয়ানের জীবনে বড় পদক্ষেপ, খুশির খবর জানালেন গর্বিত বাবা শাহরুখ খান
খুব স্বাভাবিকভাবেই সন্নাতি মিত্রের এই ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। মাত্র দুই ঘন্টার মধ্যে ২০০,০০০ এরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটি বহু লোকজন তাঁকে ট্রোল করতেও ছাড়েননি। নানান অশালীন আক্রমণ করতেও পিছপা হননি কেউ কেউ। অনেকেই সান্নাতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও করেছেন। প্রসঙ্গত, ২০১৭ সালের মিস কলকাতা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন।
এর আগে সান্নাতি যখন আপত্তিকর পোশাকে কলকাতার পুজো প্যান্ডেলে গিয়ে ছবি পোস্ট করেছিলেন, তখন তাঁর সঙ্গে ছিলেন হিমোশ্রী ভদ্র, যিনি আবার ২০১৬ সালে মিস কলকাতা-র খেতাব জিতেছিলেন। সান্নাতি ও হিমোশ্রী, তাঁরা দুজনেই সেসময় সোশ্যাল মিডিয়য়া চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন।