বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakul Preet Singh: তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি! বরফগলা জলে বিকিনি পরে ডুব দিলেন রকুল প্রীত সিং, বুঝুন কাণ্ড…

Rakul Preet Singh: তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি! বরফগলা জলে বিকিনি পরে ডুব দিলেন রকুল প্রীত সিং, বুঝুন কাণ্ড…

রকুল প্রীত সিং, অভিনেত্রী

মোটা কোট, শীতের নানান পোশাক পরেছিলেন। তারপর সেগুলি খুলে নীল রঙের প্রিন্টেড সুইম-স্যুট পরে দিব্যি বরফের কেটে তৈরি জলাশয়ে নেমে গেলেন রকুল। তারপর সেই জলে ডুব দিয়ে দিব্যি হাসি মুখে ঢুকে গেলেন কাঠের কেবিনে। ক্যাপশানে লিখেছেন 'বরফগলা জলে, তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস।' 

ভয়ঙ্কর ঠাণ্ডা। তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস। চারিদিকে বরফ জমেছে। তারই মাঝে অল্প একটু অংশে বরফ কেটে জলাশয় তৈরি করা হয়েছে। আর সেখানে অভিনেত্রী রকুলপ্রীত সিং যে কাণ্ডটা ঘটালেন, তা দেখেই অনেকে হয়ত কাঁপতে শুরু করবেন।

কী করেছেন রকুল প্রীত?

অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথমে কাঠের কেবিনে ঢোকার আগে তিনি মোটা কোট, শীতের নানান পোশাক পরেছিলেন। তারপর সেগুলি খুলে নীল রঙের প্রিন্টেড সুইম-স্যুট পরে দিব্যি বরফের কেটে তৈরি জলাশয়ে নেমে গেলেন। তারপর সেই জলে ডুব দিয়ে দিব্যি হাসি মুখে ঢুকে গেলেন কাঠের কেবিনে। ক্যাপশানে লিখেছেন 'বরফগলা জলে, তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস।' যে ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়ার বাসিন্দারা।

আরও পড়ুন-ফের মুক্তি পাচ্ছে হৃত্বিক-সইফের ‘বিক্রম বেদা’, তবে এবার 0TT-র পর্দায়

আরও পড়ুন-'প্রথাগত স্কুল-কলেজে যাইনি, পড়াশোনা বাড়িতেই', জন্মদিনে জানালেন পর্দার 'খোকাবাবু'

আরও পড়ুন-'মেয়ে হয়ে টেনিস খেলে কী করবে? আমিও শুনেছিলাম', সামান্থার বিজ্ঞাপনে বললেন সানিয়া

রকুলের এই ভিডিয়োর নিচে উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। কেউ লিখেছেন, 'প্রমাণ করছেন যে আপনি খুব হট!' কারোর কথায়, ‘রকুল তো বরফ গলা জলেও আগুন লাগিয়ে দিয়েছেন। ’ কারোর কথায়, ‘রকুল নামার পরে ওই জলও গরম হয়ে গিয়েছে।’ কেউ আবার রকুলকে 'বিকিনি কুইন' আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত রকুল প্রীত সিং-কে শেষবার দেখা গিয়েছে 'ছত্রীওয়ালি' ছবিতে। যে ছবিতে উঠে এসেছিল সমাজে যৌনশিক্ষা প্রচলনের প্রয়োজনীয়তার কথা। যৌনশিক্ষা নিয়ে সমাজে যে ভুল ধারণ রয়েছে তার কথা। রকুলকে এবার দেখা যাবে ইন্ডিয়ান-২ ছবিতে। যেখানে কমল হাসানের মতো অভিনেতার সঙ্গে কাজ করছেন তিনি। পাশাপাশি ‘মেরি পাত্নী কা রিমেক’ বলেও একটি ছবিতে কাজ করছেন রকুল প্রীত সিং। তামিল ছবি 'আয়লান'-এও কাজ করছেন তিনি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন