আবার বিতর্ক শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করে জানিয়েছেন, একটি বিশেষ মহলের তরফে তাঁর সঙ্গে এক সহকর্মীর নাম টেনে বিতর্ক তৈরি করা হচ্ছে। এবং এর পিছনে রয়েছে শ্রাবন্তীরই সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ পোস্টের ভূমিকা। নেটিজেনদের অনেকের ধারণা, এই সহকর্মী হলেন জিতু কমল।
২৬ ফেব্রুয়ারি, বুধবার শিবরাত্রির সকালে সোশ্যাল মিডিয়ায় মহাদেবের AI ছবি পোস্ট করেন শ্রাবন্তী। তার সূত্র ধরেই বিতর্ক শুরু। ছবিতে দেখা গিয়েছিল, সমুদ্র সৈকতে শুয়ে মহাদেব। পিছনে দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালা। তাঁর ঠিক সামনেই দাঁড়িয়ে শ্রীরামচন্দ্র। শিব যেন সেই রামের দিকেই একদৃষ্টে তাকিয়ে।
এই ছবির সূত্রেই নাকি জটিলতার শুরু। কেউ কেউ দাবি করেছিলেন, AI প্রযুক্তি ব্যবহার করে বানানো মহাদেবের মুখটি নাকি অনেকটা কোনও এক অভিনেতার মতো। যদিও শ্রাবন্তী এ সম্পর্কে কোনও মন্তব্য করেননি। বরং এই বিতর্ক তৈরি হওয়ার পরে তিনি এর প্রতিবাদ এবং সমালোচনা করেছেন।
আরও পড়ুন-৩৭ বছরের বিয়ে কি ভাঙছে? সুনীতার সঙ্গে ডিভোর্সের খবরে অবশেষে মুখ খুললেন গোবিন্দা
আরও পড়ুন-সিঁথিতে সিঁদুর, শ্বশুরবাড়ির সঙ্গে হেরাথ ও শিবরাত্রি পালন করলেন সোহা, পৈতি পরে পুজো কুণাল


প্রসঙ্গত ২০২৩-এ লন্ডনে 'বাবুসোনা' ছবিতে এক সঙ্গে কাজ করেন শ্রাবন্তী ও জিতু। সেই সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও জিতু বলেছিলেন, তিনি আর শ্রাবন্তী শুধুই বন্ধু। ভুয়ো খবর ছড়ানো হয়েছে।