শীঘ্রই আসছে ভিকি কৌশলের ‘ব্য়াড নিউজ’। তার আগে মুক্তি পেয়েছে ভিকি-তৃপ্তির 'তৌবা তৌবা' গানটি। তবে গান মুক্তির আগেই 'তৌবা তৌবা' গানে ভিকির হুকস্টেপ নেটদুনিয়ায় ভাইরাল। নেটপাড়ার অনেকেই ভিকির ডান্স পারফরম্যান্সে মুগ্ধ। তবে আপনারা কি জানেন, ভিকি নন, 'তৌবা তৌবা' গানের হুকস্টেপই প্রথম করেছিলেন সানি দেওল।
হ্যাঁ, ঠিকই শুনছেন। সানি দেওল নিজেই বহু আগে করা তাঁর এই 'তৌবা তৌবা' হুকস্টেপ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘যখন ওরা বলে যে আপনি নাচতে পারেন না এবং তখন আপনি খুঁজে পান যে আপনি অন্য কারও আগে এই স্পেট করেছেন। হাঃ হাঃ হাঃ।’ করণ জোহরও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি পোস্ট করেছেন এবং করণ লিখেছেন, ‘ওএমজি! তিনি এটা প্রথম করেছিলেন! সানি স্যার! সানি দেওল অন্য কারও আগেই এটা করে ফেলেছেন’।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘ব্যাড নিউজ’-এর তৌবা তৌবা ট্র্যাকটা বেশ হিট। ভিকি কৌশলের নাচের স্টেপগুলি নেটদুনিয়াকে গ্রাস করেছে, এমনকি এই গানে ভিকির সঙ্গে জমেছে তৃপ্তি দিমরি-র রসায়ন। গানের সঙ্গে ভিকির নাচের কোরিওগ্রাফ করেছেন কোরিওগ্রাফার Bosco Martis। সলমন খান, হৃতিক রোশন, জাহ্নবী কাপুর এবং আরও অনেক তারকা গানটির সঙ্গে ভিকির নাচের প্রশংসা করেছেন। চলুন দেখে নিন সানি দেওল ও ভিকির সেই নাচ।
ইতিমধ্যে সানির দেওলের এই নাচের স্টেপ দেখেও নেটপাড়ায় কমেন্টের বন্যা বইছে। কেউ লিখেছেন, ‘দেশ কখনও আসল ট্যালেন্টের কদর করে না।’ কারোর মন্তব্য, ‘কারোর মন্তব্য কে কে সানি দেওলের ইনস্টাস্টোরি দেখেছেন?’ কারোর কথায়, ‘সানিপাজি এই ভিডিয়োটি ইনস্টাস্টোরিতে লাগিয়েছেন, এবার এটা ভাইরাল হবেই।’ কারোর দাবি, ‘যিনি এই ভিডিয়োটা এডিট করেছেন, তাঁকে অ্যাওয়ার্ড দিতে হবে।’ কেউ আবার শুধুই হেসেছেন।
এদিকে সম্প্রতি নিজের ‘তৌবা তৌবা’ গানের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে ভিকি জানান, ‘সবচেয়ে বড় স্বস্তি হল যখন ক্যাটরিনা গানটি অনুমোদন করেছিল। ওর মনে হয়েছিল যে এটা ভালো, আর আমিও হাঁফ ছেড়ে বাঁচেছিলাম।’ ভিকি আরও বলেন, ও (ক্যাটরিনা) আমাকে বারবার বলছিল, ‘আমি জানি তুমি নাচতে ভালোবাসো। কিন্তু তুমি ভাসান নাচে ওস্তাদ, প্রশিক্ষিত নও। ক্যাটের মতে আমি আবেগে ভেসে যাই। তাই ও আমাকে বলে যে বাস্তব জীবনের জন্য সেটা ঠিক আছে, তবে আমার উচিত ক্যামেরার জন্য এনার্জি সংরক্ষণ করে রাখা। বউয়ের পরামর্শ মতোই নাকি তৌবা তৌবা গানটি শ্যুট করেছেন ভিকি কৌশল।