লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন করণ জোহর। হঠাৎই করণের সঙ্গে দেখা টিকটকার জেন থাডানির। আর তারপরই করণকে জোহরের সঙ্গে দেখা জেনের। কিন্তু বলিউডের পরিচালক, প্রযোজককে দেখে এক কাণ্ড করে বসলেন টিকটকার জেন থাডানি। আর সেই মুহূর্তের ভিডিয়ো নিজেই পোস্ট করেছেন জেন।
কিন্তু কী এমন করেছেন জেন থাডানি?
ভিডিয়োতে করণ জোহরকে লন্ডনের রাস্তায় কয়েকজন মহিলা ও সন্তানদের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আর ঠিক তখনই তাঁর সঙ্গে দেখা হয়ে যায় টিকটকার জেন থাডানি। করণকে কী বলে ডাকবেন সেটা বুঝতে না পেরে প্রথমেই তাঁকে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত একী বললেন তিনি? ভিডিয়োতে দেখা যাচ্ছে, জেন বলছেন, ‘ওহ মাই গড, ওহ মাই গড, গাইস আই জাস্ট মিট করণ জোহর ম্যান! আমি তাকে কি নামে ডাকবো? কেজো? করণ? করণ জোহর? মিঃ জোহর? মিঃ করণ?’
আর এরপরই করণের কাছে পৌঁছোন জেন। মুখ ঢেকে হাসতে হাসতে করণের কাঁধে টোকা দিয়ে বলে বসেন, ‘হাই আঙ্কল!’ করণ অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আঙ্কল! আপনি কি আমাকে আঙ্কুল বলে ডাকলেন?’ এরপরই ঘটনাস্থল থেকে সরে পড়েন করণ জোহর।
ভিডিয়োটি শেয়ার করে জেন ক্যাপশানে লেখেন, 'ধন্যবাদ আঙ্কেলের জন্য...'। প্রসঙ্গত, মজার বিষয় হল, জেনের টিকটক এবং ইনস্টাগ্রামে যথাক্রমে ১৫.৫ হাজার এবং ৫ হাজার অনুসারী রয়েছে। অভিনেত্রী সুহানা খান থেকে উদ্যোগপতি নভ্যা নন্দা ইনস্টাগ্রামে তাঁকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন।
ইনস্টাগ্রামে কমেন্ট
জেনের ভিডিওর কমেন্ট সেকশনে এক অনুরাগী লিখেছেন, ‘করণ জোহর আসলে কেজো বলে এই ডাকাটাকেই ঘৃণা করেন।’ আরেকজন বললেন, ‘আপনি ওঁকে গুরু মা বলে ডাকতে পারেন...’। কারোর মন্তব্য, ‘আমি ভেবেছিলাম উনি (করণ) হাই বেটা (পুত্র) বলতে যাচ্ছে’। কেউ আবার মন্তব্য করেছেন, 'ওহ মাই গড (হাসির ইমোজি)।
এদিকে কাজের ক্ষেত্রে প্রযোজক হিসেবে করণ জোহরের সর্বশেষ ছবি 'ব্যাড নিউজ'-এ অভিনয় করেছেন ভিকি কৌশল, তৃপ্তি দিমরি, অ্যামি ভির্ক ও নেহা ধুপিয়া। ছবিতে অনন্যা পাণ্ডে এবং নেহা শর্মার ক্যামিও রয়েছে। আনন্দ তিওয়ারি পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন অমৃতপাল সিং বিন্দ্রা, অপূর্ব মেহতা ও করণ।