বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Gauri: বেমালুম স্ত্রীর বয়সই ভুলে গেলেন শাহরুখ! তারকা স্বামীকে ধমক গৌরীর, করলেন সংশোধন…

Shah Rukh-Gauri: বেমালুম স্ত্রীর বয়সই ভুলে গেলেন শাহরুখ! তারকা স্বামীকে ধমক গৌরীর, করলেন সংশোধন…

শাহরুখ-গৌরী

শাহরুখ বলেন, সৃজনশীলতার কোনও বয়স হয় না। যে যেকোনও বয়সে কাজ শুরু করতে পারেন। এই যেমন গৌরীই ইন্টিরিয়র ডিজাইনার হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ৪০ বছর বয়সে। ওহ! এটা বলার পরই স্বামীর দিকে তাকালেন গৌরী। হঠাৎ কীহল! আসলে তারকা স্বামী যে নিজের স্ত্রীর বয়সই ভুলে গিয়েছেন।

এসেছিলেন স্ত্রী গৌরী খানের কফি টেবিল বুক ‘মাই লাইফ ইন ডিজাইন’ লঞ্চ করতে। সেখানেই বক্তব্য রাখার সময় শাহরুখ বলেন, সৃজনশীলতার কোনও বয়স হয় না। যে যেকোনও বয়সে কাজ শুরু করতে পারেন। এই যেমন গৌরীই ইন্টিরিয়র ডিজাইনার হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ৪০ বছর বয়সে। ওহ! এটা বলার পরই স্বামীর দিকে তাকালেন গৌরী। হঠাৎ কীহল! আসলে তারকা স্বামী যে নিজের স্ত্রীর বয়সই ভুলে গিয়েছেন। স্বামী একটু ধমকই দিয়ে বসলেন গৌরী।

পরিস্থিতি সামাল কীভাবে দিতে হয়, তা শাহরুখের বেশ ভালোই জানা। ওহ না, গৌরীর বয়স এখন সবে ৩৭। আমাদের পরিবারে এখন সকলের বয়সই ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। শাহরুখের কাণ্ডে তখন হাসির রোল। পরে ফের বললেন, তো হ্যাঁ, ৪০-এর কাছাকাছি সময়ে ও যখন কাজ শুরু করেছিল, আমি ওকে সাহায্যের কথা বলেছিলাম। ওকে বলি, আমার কিছু বন্ধু আছে ওদের সঙ্গে কথা বলি? ও বলল নাহ। লোয়ার প্যারেলে ১০ ফুটের দোকান দিয়ে শুরু করেছিল ও। ও নিজের মতো করেই কাজ শুরু করেছিল। ইতিমধ্যেই নেটদুনিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।

আরও পড়ুন-একসময় মন্নত সাজাতে ডিজাইনার যে টাকা চেয়ছিলেন, তা ছিল আমার মাস মাইনের থেকেও বেশি: শাহরুখ খান

আরও পড়ুন-জন্মদিনের একদিন আগেই দক্ষিণেশ্বরের মন্দিরে কৌশানি, সঙ্গী বনি ও মদন মিত্র

এদিনের অনুষ্ঠানে মন্নত নিয়েও কথা বলেন শাহরুখ। শাহরুখ জানান, ‘মন্নত’কে সাজিয়ে তুলেছেন গৌরী। সেটাই ইন্টিরিয়র ডিজাইনার হিসাবে তাঁর প্রথম প্রজেক্ট। জানান,মন্নত কেনার পর একটা ইন্টিরিয়র ডিজাইনারকে তাঁরা বাড়ি সাজাতে বলেছিলেন, তবে তিনি যে টাকা চেয়েছিলেন, সেসসময় তা তাঁদের সামর্থ্যের বাইরে ছিল। তাই গৌরীকে শাহরুখ বলেন, ‘তোমার শৈল্পিক প্রতিভা আছে, তুমিই সাজাও। তারপর যেমন যেমন উপার্জন করেছি, সেভাবেই মন্নতকে সাজিয়ে তুলেছি।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন