বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh Concert Row: ঝুলে রইল অরিজিৎ-এর ভাগ্য, 'ইকো পার্কে কখনই কনসার্টের অনুমতি দেওয়া হয়নি': ফিরহাদ

Arijit Singh Concert Row: ঝুলে রইল অরিজিৎ-এর ভাগ্য, 'ইকো পার্কে কখনই কনসার্টের অনুমতি দেওয়া হয়নি': ফিরহাদ

ফিরহাদের দাবি

Arijit Singh Concert Row: 'ইকো পার্কে কখনই অরিজিতের কনসার্টের অনুমতি দেওয়া হয়নি', স্পষ্ট জানালেন হিডকোর চেয়ারম্যান তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। 

১৮ই ফেব্রুয়ারি মাসের কলকাতার বুকে দাঁড়িয়ে ‘রং দে তু মোহে গেরুয়া’ কিংবা ‘চন্না মেরেয়া’ গাইবেন তো অরিজিৎ সিং? এই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে গায়কের ভক্তদের। মাস কয়েক আগেই ঘোষণা হয়েছিল জিয়াগঞ্জের ছেলের অবশেষে ঘরের কাছাকাছি পারফর্ম করতে চলেছেন। ভেনু হিসাবে ঘোষণা করা হয়েছিল রাজারহাটের ইকো পার্কের নাম। হু হু করে টিকিটও বিকেয়েছে অনলাইনে। আয়োজক ‘পেটিএম ইনসাইডার’-এই কনসার্টের সর্বোচ্চ টিকিট মূল্য রেখেছিল ৫০ হাজার, তাও কাটতে পিছপা হয়নি তিলোত্তমার অরিজিৎ ভক্তরা। শেষমুহূর্তে ইকো পার্কে কনসার্টের অনুমতি না মেলায় মাথায় হাত আয়োজকদের। নতুন ভেনুর খোঁজে তাঁরা। 

অরিজিৎ সিং-এর কনসার্টের অনুমতি বিতর্কে শাসক দলকে বিঁধতে ছাড়ছে না বিজেপি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে ‘রং দে তো মোহে গেরুয়া’ গেয়েই নাকি মুখ্যমন্ত্রীর বিরাগভাজন হয়েছেন অরিজিৎ, দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূলের দাবি গোটা বিষয়টা নিয়ে ‘নোংরা রাজনীতি’ করছে পদ্মশিবির। ইকো পার্কে অরিজিৎ-এর কনসার্ট বাতিলের সঙ্গে কিফের কোনও যোগই নেই, বলছে তৃণমূল।  

 অন্যদিকে বিতর্ক নিয়ে তৃণমূলের অন্দরেই ভিন্ন সুর। রাজ্যের মন্ত্রী তথা হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানান, ‘ইকো পার্কে কখনই অরিজিৎ-এর কনসার্টের অনুমতি দেওয়া হয়নি’। তিনি আরও যোগ করেন, ‘আমি হিডকোর চেয়ারম্যান, কোনও অনুষ্ঠান হতে গেলে আমার সই লাগে, আমি কোনও অনুমতিপত্রে সই করিনি’। অগ্রিম টাকা গ্রহণ এবং ফেরত দেওয়ার প্রসঙ্গেও কিছু জানেন না মন্ত্রী। তাঁর সাফ কথা, ‘আমি কোনও অ্যাপ্রুভাল দিইনি’। 

তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে দাবি করেন, গত ৮ই ডিসেম্বরই অরিজিতের কনসার্ট বাতিল করা হয় হিডকো কর্তৃপক্ষের তরফে, সেইমতো অগ্রিম পাঁচ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে। কিফের মঞ্চে গান গাওয়ার সাত দিন আগেই অনুষ্ঠানের জন্য আগাম টাকা ফেরত দেওয়া হয়ে গেলে বিজেপির ‘গেরুয়া’ যুক্তি ওঠে কোথা থেকে? পালটা প্রশ্ন কুণালের। পাশাপাশি বিকল্প ভেনু হিসাবে অ্যাকোয়াটিকায় ১ লক্ষ টাকা অগ্রিম জমা দিয়েছে আয়োজকরা, এমনটাও দাবি করেন কুণাল। গোটা বিষয়ে কেন দু-রকম কথা বলছেন শাসকদলের দুই সদস্য? উঠছে প্রশ্ন।

কী কারণে ইকো পার্কে অনুমতি মিলল না কনসার্টের?  হিডকোর তরফে বলা হয়েছে বড়মাপের নানা বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য আগেও ইকোপার্কের অনেক ক্ষতি হয়েছে। অরিজিত সিং-এর শো-তে এবারেও হবে দারুণ ভিড়। বাড়তি ঝুঁকি সামলাতে হবে প্রশাসন ও ইকো পার্ক কর্তৃপক্ষকে। তাই অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত।

এখন প্রশ্ন হল, মন্ত্রীর বয়ান অনুসারে অনুমতি মেলার আগে কীসের ভরসায় আয়োজকরা টিকিট বিক্রি করল এই কনসার্টের? এর চেয়েও বড় প্রশ্ন শেষমেশ এই কনসার্ট নির্ধারিত দিনে হবে তো? 

 

 

বন্ধ করুন