বাংলা নিউজ > বায়োস্কোপ > Arpita Khan's Eid Party: বলি পাড়ার উজ্জ্বল উপস্থিতি অর্পিতার ইদ পার্টিতে, হাজির সলমন-কঙ্গনা-ক্যাটরিনা-আমির

Arpita Khan's Eid Party: বলি পাড়ার উজ্জ্বল উপস্থিতি অর্পিতার ইদ পার্টিতে, হাজির সলমন-কঙ্গনা-ক্যাটরিনা-আমির

বলি পাড়ার উজ্জ্বল উপস্থিতি অর্পিতার ইদ পার্টিতে

Arpita Khan's Eid Party: অর্পিতা খানের এবারের ইদ পার্টিতেও যেন চাঁদের হাট বসেছিল। কারা কারা আসেননি এই অনুষ্ঠানে! আমির থেকে সলমন, কঙ্গনা থেকে কার্তিক আরিয়ান, সুনীল শেট্টি, সকলেই হাজির ছিলেন এদিন।

সলমনের (Salman Khan) বোন অর্পিতা খান (Arpita Khan) এবং তাঁর স্বামী আয়ুষ শর্মা ইদ উপলক্ষ্যে একটি পার্টি দিয়েছিলেন। সেখানে বলি পাড়ার তাবড় তাবড় অভিনেতাদের উপস্থিত থাকতে দেখা যায়। মুম্বইয়ের এই অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন আমির খান (Aamir Khan), কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut),কার্তিক আরিয়ান (Kartik Aaryan) সহ অর্পিতার দাদা সলমন খান।

এদিনের অনুষ্ঠানে দিয়া মির্জা, হুমা কুরেশি, টাবু, হেলেন, সালমা খান, সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, পূজা হেগড়ে, মিনি মাথুর, কবীর খান, সোহেল খানও উপস্থিত ছিলেন। এছাড়া পাপারাৎজিদের জন্য পোজ দিতে দেখা যায় সঙ্গীতা বিজলানি, আরবাজ খান, অংশুলা কাপুর, দিশা পাটানি, ইব্রাহিম আলি খান, ঈশিতা দত্ত, বৎসল শেঠ, প্রমুখকে।

এদিনের অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফকে একটি ক্রিম রঙের পোশাক দেখা গিয়েছিল। কঙ্গনার পরনে ছিল হলুদ এবং নীলের মিশ্রণের একটি পোশাক। ভাইজানকে এদিন একটি কালো রঙের শার্ট এবং ডেনিম জিন্স পরে আসতে দেখা যায়। এই বিশেষ অনুষ্ঠানের জন্য আমির খান বেছে নিয়েছিলেন লাল রঙের একটি শর্ট কুর্তা। তিনি এটা একটি নীল রঙের প্যান্ট দিয়ে পরে এসেছিলেন। অনীল কাপুরের পরনে ছিল নীল এবং পার্পল রঙের পোশাক।

টাবুকেও এদিন একটি নীল রঙের পোশাক পরে থাকতে দেখা যায়। হেলেন আর সালমা দুজনেই খুশির ইদের এই অনুষ্ঠানে একসঙ্গে আসেন। কার্তিক আরিয়ানকে একটি নীল শার্ট এবং ডেনিম জিন্স পরে থাকতে দেখা যায়। এই রঙের পোশাক ছিল সুনীল শেট্টির পরনেও।

শনিবার দুপুরে প্রতিবারের মতো এবারেও ইদ উপলক্ষ্যে ভক্তদের সঙ্গে দেখা করেন সলমন। তিনি তাঁর বাড়ি, গ্যালাক্সির বারান্দায় এসে ভক্তদের দেখা দেন। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন।

দীর্ঘ চার বছর পর এই বছর আবার ইদের দিন ভাইজানের কোনও ছবি হলে মুক্তি পেল। কিসি কা ভাই কিসি কি জান ছবিটি ২১ এপ্রিল মুক্তি পেয়েছে। এই ছবিটির পরিচালনা করেছেন ফারহাদ সামজি। তাঁর বিপরীতে এই ছবিতে পূজাকে দেখা গিয়েছে। এছাড়া এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শেহনাজ গিল, পালক তিওয়ারি, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, প্রমুখ।

বন্ধ করুন