গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ খ্যাত কমেডিয়ান রাজীব কুমারের পরিবারে আচমকাই নেমে এল শোকের ছায়া, তাও আবার অভিনেতার জন্মদিনে। নিজের ছেলে দেবরাজকে হারালেন রাজীব, গত ৮ নভেম্বর ঘটল এই দুর্ঘটনা। ফেসবুক পোস্টে ছেলের মৃত্যু সংবাদ পোস্ট করেছেন শোকার্ত বাবা. রাজীব। আবেগঘন বাবা লেখেন- ‘আহা..কী সারপ্রাইজ বার্থ ডে গিফট। আমার ছেলে দেবরাজ আজ আমাকে ছেড়ে চলে গেল। বার্থ ডে’র কেকটাও কাটা হল না, পাগল…এমন উপহার আবার কেউ দেয়'। এই হৃদয় নিংড়ানোর পোস্টের সাথে ছেলের সঙ্গে কাটানো একটি মিষ্টি মুহূর্তও ভাগ করে নিয়েছেন এই কমেডিয়ান।

দু-বছর আগে রাজীব জানিয়েছিলেন তাঁর ছেলের শরীর ভালো নেই, এমনকি ভেন্টিলেটর সাপোর্টে রাখা হচ্ছে তাঁকে। ছেলের অসুস্থতার জন্য কাজে একেবারেই মন দিতে পারছিলেন না রাজীব। দেবরাজ গত কয়েক মাস ধরেই কোমায় ছিল। যদিও কী কারণে অসুস্থ ছেলে, সেই নিয়ে বিস্তারিত কিছুই জানাননি রাজীব। চলতি বছর অগস্ট মাসে বাবাকে হারান রাজীব, এবার চলে গেল ছেলে। ভাগ্যের এই নির্মম পরিহাসে শোকস্তব্ধ কমেডিয়ান।
গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের দ্বিতীয় সিজনের সঙ্গে নিজের কেরিয়ার শুরু করেন রাজীব, এরপর 'হর শাখ পর উল্লু বেইটা হ্যায়'-এর মতো কমেডি শো'তে দেখা গিয়েছে রাজীবকে।