বাংলা নিউজ > বায়োস্কোপ > Brahmastra: ৭৫ টাকায় ‘ব্রহ্মাস্ত্র’ দেখার হুড়োহুড়ি, জাতীয় সিনেমা দিবসে একলাফে বাড়ল আয়

Brahmastra: ৭৫ টাকায় ‘ব্রহ্মাস্ত্র’ দেখার হুড়োহুড়ি, জাতীয় সিনেমা দিবসে একলাফে বাড়ল আয়

ব্রহ্মাস্ত্র-র নতুন মাইলস্টোন (PTI)

Ranbir-Alia: জাতীয় সিনেমা দিবসে ফাটিয়ে ব্যবসা রণবীর-আলিয়ার ছবিক। মুক্তির তৃতীয় শুক্রবার ২৪০% বাড়ল 'ব্রহ্মাস্ত্র’র আয়। 

শুক্রবার জাতীয় সিনেমা দিবসে ফাটাফাটি ব্যবসা করল রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’। ছবির কালেকশন এক লাফে ২৪০% বৃদ্ধি পেল এই দিন। মুক্তির তৃতীয় শুক্রবার রমরমিয়ে বিকোল অয়ন মুখোপাধ্যায়ের এই ফ্যান্টাসি ড্রামার টিকিট। বৃহস্পতিবার বক্স অফিসে ৩ কোটির ব্যবসা করেছিল ‘ব্রহ্মাস্ত্র’। সে জায়গায় শুক্রবার ছবির আয় বেড়ে দাঁড়ায় ১১ কোটি।

জাতীয় সিনেমা দিবস উপলক্ষ্য়ে এদিন দেশের সব মাল্টিপ্লেক্সে মাত্র ৭৫ টাকার বিনিময়েই মিলেছে টিকিট। শুক্রবার ছবির আগাম বুকিং ছিল লাগামছাড়া, অন-স্পট বুকিং-এর ক্ষেত্রেও মিলেছে তুমুল সাড়া। শুক্রবার ‘ব্রহ্মাস্ত্র’র প্রায় ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। মোট ১০.৮০ কোটি টাকার টিকিট বিক্রি হওয়ায় ছবির কালেকশন এক লাফে ২৪০% বেড়েছে। সাত সকালের শো হোক কিংবা গভীর রাত- ‘ব্রহ্মাস্ত্র’ হাউজফুল ছিল দেশের অধিকাংশ সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে।

সপ্তাহান্তে ছবির আয় ফের হুড়মুড়িয়ে কমবে, কারণ শনিবার থেকে আবারও নর্ম্যাল রেটে মিলবে টিকিট। তবে ‘জাতীয় সিনেমা দিবস’-এর সুবাদে বক্স অফিসে ছবির তৃতীয় সপ্তাহের শুরুটা ধামাকেদার হল।

আরও পড়ুন-দেশের বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর, ‘মালামাল’ করণ জোহর!

এখনও পর্যন্ত সারা বিশ্বে ৩৮০ কোটি টাকার ব্যবসা করেছে ‘ব্রহ্মাস্ত্র’। ধীরে ধীরে ৪১০ কোটির ম্যাজিক ফিগারের দিকে এগোচ্ছে এই ছবি। সূত্রের খবর ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করতে এই ব্যাপক পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন করণ জোহর। হিটের তকমা পেতে এই ছবিকে এখনও বেশ খানিকটা পথ চলতে হবে। তবে একথা অস্বীকার করবার জো নেই রণবীর-আলিয়ার এই ছবি দর্শককে হলমুখী করেছে।

অয়ন মুখোপাধ্যায় এই সাই-ফাই থ্রিলার নিয়ে আসবেন তিনটি পার্টে। যার মধ্যে প্রথম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন আলিয়া ভাট, মৌনি রায়, অমিতাভ বচ্চন, নাগার্জুন। ছবির বাজেট নিয়ে চর্চার মাঝেই দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন ‘কদিন ধরে আমরা দেখছি মানুষ খুব ব্রহ্মাস্ত্র-র বাজেট নিয়ে আলোচনা করছে। বলছে এই বাজেট ছিল, এই আয় হয়েছে। কিন্তু ব্রহ্মাস্ত্র ইউনিক। কারণ এখানে বাজেট শুধুমাত্র একটা ছবির জন্য নয়, বরং গোটা ট্রিলজিটার জন্যই।’ যদিও এই ছবির বাজেট ঠিক কত তা স্পষ্ট করে জানাননি রণবীর।

বন্ধ করুন