গত ৫ নভেম্বর দিওয়ালির দিন মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'সূর্যবংশী'। ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। করোনার সময়কালে ছবি মুক্তি পেতেই বক্স অফিসে সামান্য আশার আলো জাগিয়েছে। রোহিত শেট্টি পরিচালিত ছবি দিওয়ালির মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই, দ্বিতীয় দিনেও দারুণ ব্যবসা করেছে।
প্রথমদিনে বিশ্বজুড়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিন অর্থাৎ ভাইফোঁটার দিন সাড়ে ২৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ফিল্ম সামলোচকদের মতে, ভাইফোঁটা উৎসবের কারণেই প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ছবির ব্যবসা একটু কমেছে।
প্রথম দিনেই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘সূর্যবংশী'। মূলত হলিউড ছবি ইটারনালস (Eternals)-ও মুক্তি পেয়েছ ৫ নভেম্বর। তাই প্রথম থেকেই বিশ্ব জুড়ে সিনেমা সমালোচকদের কাছে ‘থাম্বস ডাউন’এর তকমা সাঁটা ছিল ‘সূর্যসংশী’কে নিয়ে। দুই ছবির ব্যবসা নিয়ে শুরু হয়েছিল তুমুল সমালোচনা।
Boxofficeindia.com-এর রিপোর্ট অনুযায়ী, ‘দ্বিতীয় দিনে ভালোভাবেই বক্স অফিস ধরে রেখেছে সূর্যবংশী। নেট রেঞ্জ কালেকশন দ্বিতীয় দিনে ২৪ কোটি ৫০ লক্ষ টাকা। একটা বড় ছুটির দিনে এই কালেকশন হয়েছে, মাত্র ৫ থেকে ১০ শতাংশ ড্রপ করেছে কালেকশন’। যার ফলে সিনে বিশেষজ্ঞদের মতে, করোনার পর বক্স অফিসে আশার আলো জাগানোর ক্ষমতা রাখছে এই ছবি।