বাংলা নিউজ > বায়োস্কোপ > নেতাজি জন্মজয়ন্তীতে ‘দাদাগিরি’র বিশেষ পর্ব, মঞ্চ মাতাতে হাজির হবে একঝাঁক খুদে

নেতাজি জন্মজয়ন্তীতে ‘দাদাগিরি’র বিশেষ পর্ব, মঞ্চ মাতাতে হাজির হবে একঝাঁক খুদে

২৩ জানুয়ারি 'দাদাগিরি'-তে বিশেষ পর্ব

২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ পর্বে 'দাদাগিরি'র।

রবিবার অর্থাৎ ২৩ জানুয়ারি 'দাদাগিরি'র মঞ্চে হতে চলেছে এক বিশেষ পর্ব। রিয়ালিটি শো-এর মঞ্চে হাজির হবেন ছয় খুদে প্রতিযোগী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে 'দাদাগিরি আনলিমিটেড' এ দেখা যাবে 'কিডস স্পেশাল' পর্ব। 

২৩ জানুয়ারি খুদেদের নিয়ে তৈরি হবে এই বিশেষ পর্ব। প্রত্যেকের বয়স ৬ থেকে ৯ বছরের মধ্যে। প্রত্যেকটি শিশুই নিজেদের মতো প্রতিভাবান। এক খুদে প্রতিযোগী নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে, মঞ্চে সকলের সামনে তৈরি করবেন 'স্যান্ড আর্ট'। পুরুলিয়ার হয়ে খেলবে এক খুদে প্রতিযোগী, গান এবং নাচের দক্ষতা দিয়ে মঞ্চ মাতাবেন। প্রত্যেক প্রতিযোগীকে আলাদা আলাদা বেশভূষায় দেখা যাবে। বিশেষ দিনে বিশেষ পর্বে মঞ্চ মাতাবেন এক এক জন খুদে প্রতিভারা। 

এদিন বছর চারের এ খুদেকে নেতাজি সেজে মঞ্চে দেখা যাবে। খুদেদের নিয়ে তৈরি পর্বে তাদের জন্য উপহারও রয়েছে বিশেষ দিনের। মঞ্চে এসে 'পুঁচকে নেতাজি' সকলের মধ্যে উপহার বিলি করবে। সঙ্গ দেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। খুদেদের নিয়ে বিনোদন এবং মজায় ভরপুর হবে এই বিশেষ পর্ব। 'দাদাগিরি'র এই বিশেষ পর্ব দেখতে চোখ রাখতে হবে রবিবার রাতে জি বাংলার পর্দায়।

 

বন্ধ করুন