বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudip's Weight Loss journey: শার্টলেস 'শ্রীময়ী'র অনিন্দ্য! জিম নয়, কীভাবে ৫ মাসে ২০ কেজি ওজন ঝরালেন সুদীপ?

Sudip's Weight Loss journey: শার্টলেস 'শ্রীময়ী'র অনিন্দ্য! জিম নয়, কীভাবে ৫ মাসে ২০ কেজি ওজন ঝরালেন সুদীপ?

সুদীপের ভোলবদল

Sudip Mukherjee's Weight Loss journey: পোশাকহীন ছবি পোস্ট করে তাক লাগালেন সুদীপ মুখোপাধ্যায়। শ্রীময়ীর স্বামী দেখে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা। 

ষাট ছুঁইছুঁই শাহরুখকে ‘পাঠান’-এ দেখে ‘গরম’ লেগেছে সবার। সলমন খান তো বরাবরই শার্টলেস অবতারে অষ্টাদশী তরুণীর ঘুম কাড়তে ওস্তাদ। বলি নায়কদের টেক্কা দিয়ে এবার টেলিপাড়ার বাবা-কাকারাও উঠে পড়ে লেগেছেন সুঠাম শরীর গড়তে। তবে শরীর গড়তে সবসময় যে জিমের সহায় হতে হবে না নয়, বাড়িতেও শরীরচর্চা করে তাক লাগানো যায়। হাতে-কলমে এর প্রমাণ দিলেন শ্রীময়ীর অনিন্দ্য অর্থাৎ অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।

বাড়িতে ব্যায়াম করেই পেশিবহুল চেহারা তৈরি করেছেন সুদীপ। আর সেই পুরুষালি চেহারা গড়ে সুদীপ জীবনে প্রথমবার এমন কাজ করলেন যা দেখে হতবাক নেটিজেনরা। শুক্রবার ‘ওয়াল্ড হেলথ ডে’তে পরিবারের অনুরোধেই প্রথমবার পোশাকহীন ছবি পোস্ট করে নিজের অঙ্গসৌষ্ঠব তুলে ধরলেন অভিনেতা।

সুদীপের কথায় তিনি নিজেও স্বপ্নে কল্পনা করেননি কখনও শার্টলেস ছবি পোস্ট করবেন। কিন্তু অনেক পরিশ্রমের সফল এই শরীর! ফেসবুক পোস্ট অভিনেতা লেখেন কীভাবে ৩০ কেজি ওজন ঝরিয়েছেন তিনি, তাও জিমে না গিয়েই। অভিনেতা লেখেন, ‘হয় তুমি হিরোর মতো মরবে না হলে দেখবে কীভাবে তিলে তিলে তুমি ভিলেন হয়ে যাচ্ছো। যখন ২০২০ সালে লকডাউন শুরু হল, আমার কাছে দুটো পথ খোলা ছিল, হয় ওজন বাড়াবে নয় তো কমবে। আমি দ্বিতীয়টা বেছে নিই, এবং প্রতিদিন ফ্রি-হ্যান্ড এক্সসারসাইজ ও পাওয়ার যোগা শুরু করি। চটজলদি সেটা আমার অভ্যাসে পরিণত হয়। এবং মাত্র ৫ মাসে আমি ২০ কেজি ওজন কমাতে সফল হই। আসলে জানেন তো শরীর একটা মন্দির, আমাদের অন্তত দিনে ৩০ মিনিট তার সাধনা করা উচিত’।

সুদীপের এই পোস্টে প্রশংসার বন্যা। কেউ লেখেন, ‘এতো দেখছি বাংলার আর্নল্ড শোয়ার্জেনেগার’। অপর একজন লেখেন, ‘সলমন-শাহরুখকে টেক্কা দিতে তৈরি দেখছি’।

বাংলা টেলিভিশন বা ছবিতে দর্শক বহুবার পুলিশের চরিত্রে সুদীপ মুখোপাধ্যায়কে অভিনয় করতে দেখেছেন। বরাবরই সুঠাম চেহারার অধিকারী ছিলেন সুদীপ, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত বাড়ছিল ওজন। কেরিয়ারের শুরুর দিকে বলিষ্ঠ চেহারার জন্য ছবি থেকে ‘রিজেক্ট’ হয়েছেন। কারণ তখন টলিগঞ্জে পেশিবহুল চেহারার চল ছিল না। কাজের চাপে একটা সময় শরীরের যত্ন নেওয়া ছেড়েছিলেন, তখনই ওজন বেড়ে ১১০ কেজিতে দাঁড়িয়েছিল। তবে নিজের স্বাস্থ্যের কথা ভেবেই ওজন কমানোর পরিকল্পনা করেন তিনি।

লকডাউনে ঘরবন্দি দশায় অবসাদ গ্রাস করছিল সুদীপকে। তখনই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেন অভিনেতা। রাতে বইঠাসা ছোট্ট ঘরের এককোণায় যোগব্যায়াম এবং শরীরচর্চা শুরু করেন। তাতেই ফিটফাট রূপে চমকে দিলেন অভিনেতা। বিশ্ব স্বাস্থ্য দিবসে নতুন প্রজন্মের মধ্যেও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী সুদীপ। জুন আন্টি অনিন্দ্যদার এই ভোলবদল দেখে কী বলবেন? জানতে আগ্রহী অনুরাগীরা।

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

T20 WC 2024: পাকিস্তানকে হারিয়ে ভারতের স্বপ্নে জল ঢেলে শেষ চারে উঠল নিউজিল্যান্ড ভারত ছেড়ে বেরিয়ে যান! হাইকমিশনার-সহ কানাডার ৬ কূটনীতিবিদকে বের করে দিল দিল্লি সদ্যোজাত কন্যার শুধুই পা দেখিয়েছিলেন মাসাবা,এবার নাতনি কোলে ছবি দিলেন নীনা 'এখন ভালো আছে...’ দুর্ঘটনার পর প্রথমবার স্বামীর স্বাস্থ্যের আপডেট দিলেন প্রীতি ‘অপর্না মাসিরা মনে করে তারা মমতাকে গদিতে বসিয়েছেন,মমতার দাম নেই’, বেফাঁস কল্যাণ প্রবল সমালোচনার মুখে ঘরোয়া টি-২০ লিগ থেকে Impact player নিয়ম সরালো BCCI মহাতারকাদের পিছনে ফেলে ICC-র মাসের সেরা প্লেয়ার হলেন কামিন্দু ফের কিউয়ি কাঁটার সামনে ভারতীয় দল, এবার কোথায় হবে খেলা? ‘অনিল ও নানা আমার জন্য লড়াই করেছিল...’ হঠাত্‍ এমন কেন বললেন মল্লিকা? কোজাগরী লক্ষ্মীপুজোর আলপনায় কোন কোন আদল, প্রতীক-চিহ্ন থাকে নক্সার টানে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.