বাংলা নিউজ > বায়োস্কোপ > Navya Naveli Nanda: ‘আমি দেখতে বাজে’ বলে কান্না নভ্যার! কী এমন করেছিলেন দিদিমা জয়া

Navya Naveli Nanda: ‘আমি দেখতে বাজে’ বলে কান্না নভ্যার! কী এমন করেছিলেন দিদিমা জয়া

নভ্যা আর জয়া বচ্চন। 

অমিতাভ কন্যা শ্বেতাকে সম্প্রতি কথা বলতে শোনা যায় তাঁর মেয়ে নভ্যা কীভাবে ছোটবেলায় সিনক্রিয়েট করেছিল যখন নানি জয়া বচ্চন তাঁর লিপস্টিক মুছে দিয়েছিল। সকলে মিলে ওইদিন সিমি গারেওয়ালের শো-তে যাচ্ছিলেন তাঁরা। 

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দা, সঙ্গে তাঁর সম্প্রতি শুরু করা পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’ও আজকাল সমানভাবে জনপ্রিয়তা পাচ্ছে। ইতিমধ্যেই সেখানে অতিথি হিসেহে হাজির হয়েছেন জয়া বচ্চন আর শ্বেতা বচ্চন নন্দা। মা-মেয়ে আর নাতনির মধ্যেকার বন্ডই সবচেয়ে বেশ নজর কাড়ছে এই পডকাস্টে। 

সম্প্রতি নভ্যাকে তাঁর মাকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে দেখা যায়, ‘আমি বাচ্চা হিসেবে কেমন ছিলাম?’ আর তাতে শ্বেতার উত্তর ‘খুব দুরন্ত’ আর ‘বড় মিথ্যেবাদী’। ‘ওটা নিয়েই তোমার সঙ্গে বেশি ঝমালে লাগত আমার। বাদবাকি সব ভালো। সেরকম সমস্যা করতে না। যদিও তোমার খুব বায়নাক্কাও ছিল’। শ্বেতা আরও বলেন, নভ্যার ক্ষমতা ছিল যে কোনও বিষয় নিয়ে কান্না করার। 

শ্বেতা শো-তেই জানান, ছোট থেকে সিমি গরেওয়ালের শো ‘রদেভুঁ’-র বড় ভক্ত ছিলেন নভ্যা। একবার যখন নানা-নানি আর মামু মানে অমিতাভ-জয়া-অভিষেক ‘রদেভুঁ উইথ সিমি গারেওয়াল’-এ যাচ্ছিলেন, তিনি গিয়ে গাড়িতে বসে পড়েন। 

এরপর বাকি গল্পটা বলেন জয়া, ‘ওর ঠোঁটে লিপস্টিক ছিল। আমি বললাম লিপস্টিক পরে তুমি আমাদের সঙ্গে যেতে পারবে না। আর আমি মুছে দেই। তারপর… মা গো’! শ্বেতা বলেন, ‘তারপর আর কী তুমি বলতে শুরু করলে আমাকে দেখতে বাজে! আমাদের গাড়ি অবধি থামাতে হয়েছিল। তুমি আসলে সবসময়ই সবার মনযোগ পেতে চাইতে।’ নিজের ব্যাপারে এসব শুনে বেশ অবাকই হন নভ্যা। জানান, তাঁর মনে আছে ছোটবেলা কীভাবে অমিতাভের অফিসে গিয়ে খেলা করতেন। নানুর সেক্রেটারি সাজতেন তিনি তখন!

শ্বেতা বচ্চন আর নিখিল নন্দার মেয়ে নভ্যা। তাঁর ভাই অগস্ত্য নন্দা জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে পা রাখতে চললেও শোবিজের দুনিয়ায় এখনও খুব উৎসাহ নেই নভ্যার। মহিলাদের অনলাইন হেলথ কেয়ার পোর্টালের সহ-প্রতিষ্ঠাতা তিনি। বাবার ব্যবসাতেই যোগ দেওয়ার ইচ্ছে তাঁর রয়েছে। সঙ্গে নানা ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গেও 

বন্ধ করুন