বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘নকল অক্ষয়’ সেজে একসময় শ্যুটিং করেছেন রোহিত শেট্টি! দেখেছেন ‘খিলাড়ি'-র সেই ছবি?

‘নকল অক্ষয়’ সেজে একসময় শ্যুটিং করেছেন রোহিত শেট্টি! দেখেছেন ‘খিলাড়ি'-র সেই ছবি?

এক সময়ে অক্ষয়ের বডি-ডাবল হিসেবেও কাজ করেছেন রোহিত শেট্টি।

এই মুহূর্তে বলিউডের অন্যতম সুপারহিট পরিচালক রোহিত শেট্টি। তাঁর প্রায় প্রতিটি ছবিই হেসেখেলে ঢুকে পড়ে ১০০ কোটির ক্লাবে।

এই মুহূর্তে বলিউডের অন্যতম সুপারহিট পরিচালক রোহিত শেট্টি। তাঁর প্রায় প্রতিটি ছবিই হেসেখেলে ঢুকে পড়ে ১০০ কোটির ক্লাবে। কিন্তু তার মানে মোটেই এমন নয় যে প্রথম থেকেই গোলাপের পাপড়ি বিছানো রাস্তায় হেঁটে এসেছেন 'সূর্যবংশী'-র পরিচালক। অনেকেই জানেন না, কেরিয়ারের শুরুতে একজন স্টান্ট ম্যান হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। এরপর সহকারী পরিচালক হিসেবেও বিভিন্ন ছবিতে দায়িত্ব সামলেছেন। বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে রীতিমতো চমকে দেওয়ার মতো একটি তথ্য ফাঁস করেছিলেন রোহিত। জানিয়েছিলেন, নব্বইয়ের দশকের একটি ছবিতে অক্ষয়ের বডি ডাবল হিসেবেও কাজ করেছেন তিনি!

২০১৭ সালে 'গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এর পাঁচ নম্বর সিজনের একটি এপিসোডে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন রোহিত শেট্টি। শো-এর প্রধান তিন বিচারক ছিলেন অক্ষয় কুমার, শ্রেয়স তলপেড়ে ও পরিচালক সাজিদ খান। মূলত, নিজের 'গোলমাল এগেইন' ছবির প্রচার সারতেই সেই শো-তে হাজির হয়েছিলেন এই বলি-পরিচালক। তাঁর সঙ্গে ছিলেন সেই ছবির তারকারাও। সেখানেই কথা প্রসঙ্গে অক্ষয় জানান, ১৯৯৪ সালে প্রথমবার তাঁর সঙ্গে রোহিতের মোলাকাত হয়েছিল। তখন একজন সহকারী পরিচালক ছিলেন রোহিত। এবং অক্ষয়কে 'স্যার' বলে ডাকতেন।

অক্কির কথা শেষ হতে না হতেই সেই কথার জের টেনে রোহিত বলে ওঠেন, 'সুহাগ ছবির শ্যুটিংয়ে আমি কিন্তু অক্ষয়ের বডি-ডাবল হিসেবে কাজ করেছি।তার জন্য ওঁর মতো হাঁটাচলাও শিখতে হয়েছিল।' এরপর সবার অনুরোধে শো-এর মঞ্চে 'খিলাড়ি'-র ভঙ্গি নকল করে হেঁটেও দেখান তিনি। উল্লেখ্য, ২০২১ সালে রোহিতের পরিচালনায় অক্ষয় অভিনয় করেছেন 'সূর্যবংশী' ছবিতে। জানিয়ে রাখা ভালো, বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল সেই ছবি।

বন্ধ করুন