বাংলা নিউজ > বায়োস্কোপ > হেলিকপ্টার করে স্কুলে যেতেন ফারহান আখতার? রইল ‘ডন ২’র পরিচালকের দুষ্টুমির কিসসা!

হেলিকপ্টার করে স্কুলে যেতেন ফারহান আখতার? রইল ‘ডন ২’র পরিচালকের দুষ্টুমির কিসসা!

ফারহান আখতার। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

ছোটবেলায় ভারি দুষ্টু ছিলেন ফারহান আখতার। এক পুরোনো সাক্ষাৎকারে নিজের ছোটবেলার দুষ্টুমির একাধিক কিসসার কথা স্বয়ং জানিয়েছিলেন ফারহান।

রবিবার ৯ নভেম্বর ৪৮-এ পা দিলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার। তবে শুধুই একজন দুর্ধর্ষ পরিচালক কিংবা দুরন্ত অভিনেতা বললে তাঁর প্রতিভাকে খানিকটা খাটো করেই দেখা হবে। একইসঙ্গে চিত্রনাট্যকার, গিটার বাদক,সু-গায়কও বটে তিনি। তবে জানেন কি ছোটবেলায় ভারি দুষ্টু ছিলেন তিনি? এক পুরোনো সাক্ষাৎকারে নিজের ছোটবেলার দুষ্টুমির একাধিক কিসসার কথা স্বয়ং জানিয়েছিলেন ফারহান।

২০১৩ সালে সিমি গারেওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান জানান একবার ছোটবেলায় তিনি তাঁর ক্লাসের সমস্ত বন্ধুদের বলেছিলেন প্রতিদিন স্কুলে সবার আগে তাঁর আসার একমাত্র কারণ হেলিকপ্টার। বিস্ময়ে সহপাঠীদের গোল গোল হয়ে যাওয়া চোখের সামনে ফারহান সটান বলেছিলেন প্রতিদিন সকালে স্কুলের ছাদে তাঁর হেলিকপ্টার নামে। স্বভাবতই একথা শুনে বাড়ি গিয়ে 'ডন ২' এর পরিচালকের সব সহপাঠীরা রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছিল। বাবা-মায়েদের কাছে বায়না জুড়েছিল কেন একা ফারহান হেলিকপ্টার করে স্কুল যাবে আর তাঁরা বাসে বসে? শেষপর্যন্ত অতিষ্ঠ হয়ে ফারহানের নাম স্কুলে নালিশ জানাতে হয় সেইসব অভিভাবকের দল।

স্কুলে ডাক পড়ে ফারহান-এর। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি অস্বীকার করেন গোটা বিষয়টা। যদিও ফারহানের সেই জবাব ধোপে টেকেনি। তবে তাঁকে 'মিথ্যাবাদী' বলামাত্রই শিক্ষকদের জানিয়েছিলেন যে তিনি মোটেই 'মিথ্যুক' নন। স্রেফ গুল মেরে বন্ধুদের বোকা বানিয়েছেন, এটুকুই।

এখানেই শেষ নয়। সেই সাক্ষাৎকারে এই বিখ্যাত বলি-ব্যক্তিত্ব আরও জানান যেযেদিনই তাঁর স্কুল থেকে আগে আগে বাড়ি চলে আস্তে ইচ্ছে করত, তিনি স্রেফ বেহুঁশ হয়ে যাওয়ার ভান করতেন। ব্যাস, স্কুল থেকে চটপট তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। আর স্কুল ফেরত গাড়িতে ওঠামাত্রই দুষ্টু ফারহানের চোখ দুটিও দিব্যি খুলে যেত।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.