বাংলা নিউজ > বায়োস্কোপ > একা একা বেলুড় মঠে হাজির হয়েছিলেন লতা, প্রেসিডেন্ট মহারাজকে শোনাতে চেয়েছিলেন গান

একা একা বেলুড় মঠে হাজির হয়েছিলেন লতা, প্রেসিডেন্ট মহারাজকে শোনাতে চেয়েছিলেন গান

লতা মঙ্গেশকর। (ফাইল ছবি)

নব্বইয়ের দশকের এক ভোরে কাউকে কিছু না জানিয়েই বেলুড় মঠে হাজির হয়েছিল লতা মঙ্গেশকর।

নব্বইয়ের দশকের এক ভোরে কাউকে কিছু না জানিয়েই বেলুড় মঠে হাজির হয়েছিল লতা মঙ্গেশকর। আপন মনে মঠ জুড়ে ধীরে ধীরে ঘুরে বেড়াতে বেড়াতেই গুনগুন করে গাইছিলেন তিনি। সেই স্মৃতির কথা তুলে ধরলেন বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।

আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী সুবীরানন্দ জানান তিনি সেদিন হঠাৎ করেই খেয়াল করেছিলেন যে এক মহিলা আটপৌরে শাড়ি পরে মূল মন্দিরের পূর্ব দিকে ঘুরে বেড়াচ্ছেন। সঙ্গে আপনমনে গুইনগুনিয়ে একটানা গেয়ে চলেছেন। এরপর ভালো করে খেয়াল করতেই লতাকে চিনে নিতে দেরি হয়নি তাঁর। মন্দির পরিদর্শন করার জন্য 'লতাজি'-কে আহ্বান জানাতে এরপর আর দেরি করেননি তিনি। তাঁর কাছে তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজির সঙ্গে দেখা করার অনুরোধ রাখেন প্রয়াতা এই সুর সম্রাজ্ঞী।

এরপর স্বামী সুবীরানন্দ আরও জানান প্রেসিডেন্ট মহারাজের সামনে চেয়ারে না বসে তাঁর পদতলে বসেছিলেন লতা। প্রণামও করেছিলেন তাঁকে। লতাজিকে বারংবার চেয়ারে বসতে বলা হলেও মেঝের গালিচা থেকে ওঠেননি তিনি। লতাকে তাঁর কাজের কাজের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট মহারাজ। মানবসেবায় উৎসর্গ করারও বার্তা দিয়েছিলেন। এরপর স্বামী সুবীরানন্দের বক্তব্য অনুযায়ী প্রেসিডেন্ট মহারাজের থেকে এহেন কথা শুনে তাঁকে গান শোনা চেয়েছিলেন তিনি। তবে কোকিলকণ্ঠীকে সেদিন সেদিন হাসিমুখেই নিরস্ত করেছিলেন তিনি। আলোচনা শেষে যাওয়ার আগে তাঁকে প্রণাম করে লতাজি জানান,প্রেসিডেন্ট মহারাজ গান শুনতে চাইলে সেইসময়ে পৃথিবীর যে প্রান্তেই তিনি থাকুন না কেন সব কাজ ফেলে বেলুড় চলে আসবেন তিনি।

বন্ধ করুন