জায়গাটার নাম বলিউড, সেখানে রোজই তৈরি হয় কত প্রেমগাথা! কত সম্পর্ক গড়ে, কত ভাঙে। এই গল্প নতুন নয়, বহু পুরনো। একসময় বলিউডের অন্যতম চর্চিত সুপারস্টার ছিলেন রাজেশ খান্না। কখনও কেরিয়ার, কখনও আবার ব্যক্তিগত কারণে তিনি বারবার উঠে এসেছে পেজ থ্রি-র খবরের শিরোনামে। ১৫ বছরের ছোট ডিম্পলকে বিয়ে করেছিলেন রাজেশ। আবার একসময় অঞ্জু মহেন্দ্রু সঙ্গে তাঁর প্রেম নিয়েও চর্চা হয়েছিল। তবে তাঁদের সেই প্রেম টেকে নি। এই সম্পর্কে থাকাকালীনই ডিম্পলের সঙ্গে জড়িয়ে পড়েন রাজেশ খান্না। সেটা একটা ত্রিকোণ প্রেমের গল্প ছিল বললেও ভুল হয় না।
১৯৬৬ রাজেশ খান্নার সঙ্গে অঞ্জু মহেন্দ্রু প্রথম দেখা থেকে শুরু করে ২০১২ সালে অভিনেতার মৃত্যুর আগ পর্যন্ত সুপারস্টারের জীবনের সঙ্গে জুড়ে ছিল অঞ্জুন নাম। সেসময় রাজেশকে ভালোবাসতেন এমন বহু মহিলার থেকে আলাদা ছিলেন অঞ্জু। তিনি কখনও সুপারস্টারের ইগোকে প্রশ্রয় দেননি। আর সেটাই নাকি তাঁদের বিচ্ছেদের কারণ ছিল।
জানা যাচ্ছে রাজেশ খান্না ও অঞ্জু মহেন্দ্রুর সম্পর্কের সূত্রপাত হয়েছিল একটা থিয়েটারে কাজ করার সময়। রাজেশ ছিলেন তখন উঠতি তারকা, আর অঞ্জু উঠতি মডেল। এরপর রাজেশ খান্নার আকাশছোঁয়া জনপ্রিয়তার কাছে ঢাকা পড়ে যায় অঞ্জুর সম্ভবনাময় উজ্জ্বল কেরিয়ার। এমনকি রাজেশ খান্না আশীর্বাদ নামে একটা বাড়ি কিনেছিলেন, যে বাড়ির সমস্তকিছু পরিচালনা করতেন অঞ্জু। পার্টি থেকে অনুষ্ঠান সবকিছুরই আয়োজন করতেন অঞ্জু। কেউ কেউ বলেন রাজেশ খান্না নাকি অঞ্জুকে বাড়িটি উপহার দিয়েছিলেন। তাঁরা সেসময় লিভ-ইনও করতেন বলে জানা যায়। এদিকে রাজেশের কেরিয়ার যতই উপরের দিকে উঠতে থাকে, ততই অভিনেত্রীর প্রতি তাঁর অধিকার বোধ বাড়তে থাকেন। যার প্রভাব পড়ে অঞ্জু মহেন্দ্রুর কেরিয়ারে। রাজেশের হস্তক্ষেপে তিনি অনেক সিনেমা ছাড়তে বাধ্য হন।
আরও পড়ুন-‘তোমার ওজন কত?’ জিগ্গেস করেছিলে সলমন, Bigg Boss-এ এলে মেয়ে রাশার সামনেই মুখ খুললেন রবিনা
এরপর ১৯৭১ সালে রাজেশ খান্না অঞ্জুকে বিয়ে প্রস্তাব দিলে অভিনেত্রী তা প্রত্যাখ্যান করেন। কারণ তিনি সেসময় নিজের কেরিয়ারে মন দিতে চেয়েছিলেন। প্রায় একই সময়ে, অঞ্জু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার গ্যারি সোবার্সের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁদের আংটি বিনিময়ও হয়েছিল।
১৯৭৩ সালে স্টারডাস্টকে দেওয়া সাক্ষাৎকারে অঞ্জু বলেছিলেন রাজেশের স্ত্রী ডিম্পল কাপাডিয়ার সঙ্গে তাঁর প্রথম দেখার কথা। অঞ্জু বলেন, ‘সেদিন ডিম্পল আমাকে আর রাজেশকে আঙ্কল-আন্টি বলে সম্বোধন করেছিলেন। পরে ওর ব্যবহার বদলে যায়। ও নিজেকে যতটা সরল, সিধেসাদা দেখাত, আসলে কিন্তু তেমন ছিল না।’
এদিকে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে রাজেশ খান্নার যখন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে, তখন অভিনেতা একটা বড় পার্টি দিয়েছিলেন। সেটা ছিল রাজেশের জন্মদিনের পার্টি। অভিনেতা অঞ্জুকে বলেন, তিনি যেন ডিম্পলকে নিমন্ত্রণ করেন। তবে অঞ্জু সেটা করেননি। এরপর রাজেশ নিজেই ডিম্পলকে সেই পার্টিতে আমন্ত্রণ করেন। এমনকি অঞ্জুর উপর মারাত্মক রেগে বলেছিলেন তিনি যেন ডিম্পলের কাছে ক্ষমা চেয়ে নেন। এদিকে পার্টিতে ডিম্পল পৌঁছে অঞ্জুকে ঠোকা মেরে জিগ্গেস করেন, ‘আমি কি আসতে পারি?’ আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন অঞ্জু মহেন্দ্রু। রেগে গিয়ে বলেন, ‘যদি তোমাকে নিমন্ত্রণ করা হয়ে থাকে তাহলে এসো, নাহলে ফিরে যাও’। আর তাতেই দুই নায়িকার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়।
এদিকে অঞ্জুর সঙ্গে বিচ্ছেদের পর ১৯৭৩ সালে ডিম্পলকে প্রেম নিবেদন করেন রাজেশ খান্না। তাঁদের যখন বিয়ে হয় তখন ডিম্পল কাপাডিয়ার বয়স মাত্র ১৫। তাঁদের দুই সন্তানও রয়েছে টুইঙ্কল ও রিঙ্কি খান্না।