বাংলা নিউজ > বায়োস্কোপ > পর্দায় ধর্ষিত হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রেণুকা, নায়কের এই উদ্দেশ্য সফল করার জন্য

পর্দায় ধর্ষিত হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রেণুকা, নায়কের এই উদ্দেশ্য সফল করার জন্য

রেণুকা সাহানে।

সলমন খান-মাধুরী দীক্ষিত অভিনীত 'হাম আপকে হ্যায় কৌন' ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছিল রেণুকা সাহানে-কে।

সলমন খান-মাধুরী দীক্ষিত অভিনীত 'হাম আপকে হ্যায় কৌন' ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছিল রেণুকা সাহানে-কে। ছবিতে মাধুরী দিদির পাশাপাশি সলমনের বৌদির চরিত্রে রেণুকার অভিনয়ে মজেছিল দর্শককুল। এতটাই জনপ্রিয় হয়েছিল সেই ছবিতে তাঁর 'পূজা ভাবি'র চরিত্রটি যে এরপর বহু পরিচালক এবং প্রযোজকের তরফে পরপর স্রেফ দিদি এবং বৌদির ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পাওয়া শুরু করেছিলেন রেণুকা। এমনকি এক পরিচালকের তরফে এও শুনেছিলেন ছবিতে নায়কের দিদি হিসেবে তাঁকে ধর্ষিত হতে দেখানো হবে। উদ্দেশ্য একটাই, ছবিতে প্রধান ভিলেনের উদ্দেশে নায়কের প্রতিশোধস্পৃহাকে চাগিয়ে তোলা, দাবি রেণুকার।

পূজা তলোয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে রেণুকা বলেছেন, ' হাম আপকে হ্যায় কৌন-এর পর পরপর দিদি, বৌদির চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়া শুরু করেছিলাম। সত্যি কথা বলতে কী, তাতে মোটেও অবাক হয়নি। তবে চমকে গিয়েছিলাম যখন এক পরিচালক আমাকে তাঁর ছবিতে নায়কের দিদি হওয়ার প্রস্তাব দিয়ে জানান যে আমাকে এক ধর্ষিতা নারী হিসেবে অন-স্ক্রিন পেশ করা হবে। কারণ দিদির ধর্ষণের খবর পেয়ে ছবির ভিলেনের উদ্দেশে নায়কের প্রতিশোধস্পৃহা বেড়ে যাবে কয়েকগুণ। অর্থাৎ নায়কের প্রতিশোধ নেওয়ার ব্যাপারে আমার কাজ হত অনুঘটকের!'

এখানেই না থেমে 'ত্রিভঙ্গ'র পরিচালক আরও বললেন, 'কোনো ছবিতে স্রেফ নায়কের কোনও উদ্দেশে চরিতার্থ করার জন্য নিজেকে একজন 'বোড়ে' পেশ করতে চাইনি দর্শকদের সামনে। তাই স্বভাবতই সেইসব চরিত্রে অভিনয়ের প্রস্তাব পত্রপাঠ নাকচ করেছিলাম।প্রসঙ্গত , নব্বইয়ের দশকে ছোটপর্দারও অন্যতম জনপ্রিয় নাম ছিল রেণুকা সাহানের। 'সার্কাস', 'ইমতিহান', 'মিসেস মাধুরী দিখ্হিত', 'কোরা কাগজ' এর মতো অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকের প্রধান মুখ ছিলেন তিনি।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল বেড রেস্টে থাকার নির্দেশ, তবুও বরের হাত ধরে ঠাকুর দেখতে হাজির হবু মা দেবলীনা! কাদের ষড়যন্ত্র আপনার প্রেমের সম্পর্ক নষ্ট করতে ব্যর্থ হবে? কী বলছে প্রেম রাশিফল ‘দেবতাদের’ দেখতে জনস্রোত, অনশনকারীদের নামে পুজো মা দুর্গার কাছে, যোগ আরও ২ জনের ৩৫০০০ মাইনে এদিকে পরনে ৬৫০০-এর টিশার্ট! দেবাশীষের নামে অভিযোগ উঠতেই সরব সুদীপ্তা জিগরা-ভিকি বিদ্যা আসতেই পুজোর মধ্যেই কমলো টেক্কা-বহুরূপীর শো! ক্ষুব্ধ সৃজিত অন্য ভূমিকায় মহম্মদ সিরাজ! এবার থেকে সামলাবেন তেলাঙ্গানা পুলিশের এই বড় দায়িত্ব হায়দরাবাদে প্রবল বৃষ্টি, খেলা কি হবে? ম্যাচের দিন আবহাওয়া কেমন থাকবে? ব্রালেটের সঙ্গে লাল শাড়িতে অনন্যা আলিয়া! কার হাত ধরে এলেন কাজলদের পুজোয়? 'IPL নিলামে কত দর উঠবে আমার?', পন্তের প্রশ্নে নেটপাড়া বলল 'মদ খেয়ে টুইট করো না'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.