বাংলা নিউজ > বায়োস্কোপ > রাজ কাপুরের বুকের উপর চেপে বসে তাঁকে আটকে রেখেছিলেন ওয়াহিদা রহমান! কেন জানেন?

রাজ কাপুরের বুকের উপর চেপে বসে তাঁকে আটকে রেখেছিলেন ওয়াহিদা রহমান! কেন জানেন?

১৯৬৬ সালে 'তিসরি কসম' ছবিতে রাজ কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন ওয়াহিদা রহমান।

১৯৬৬ সালে 'তিসরি কসম' ছবিতে রাজ কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন ওয়াহিদা রহমান।

একবার ট্রেনের এক কামরার মধ্যে প্রয়াত কিংবদন্তি অভিনেতা-পরিচালক রাজ কাপুরের বুকের উপর চেপে বসে তাঁকে আটকে রেখেছিলেন ওয়াহিদা রহমান! এ কথা আর কেউ নয় খোদ ওয়াহিদা জানিয়েছেন নাসরিন মুন্নি কবীরের লেখা 'কনভারসেশন 

উইথ ওয়াহিদা রহমান' বইতে। সেই বইতে ওয়াহিদা ফাঁস করেছেন 'তিসরি কসম' (১৯৬৬) ছবির শ্যুটিং শেষে ট্রেনে চেপে বিনা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। সেই সময়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক দল ছাত্র ভিড় করেছিল তাঁদের দেখবে বলে। তাঁদের সেই প্রস্তাব শোনামাত্রই দৃঢ়ভাবে 'না' বলেছিলেন রাজ কাপুর। রাজ্যের মুখে 'না' শোনার পর এরপর পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। ক্ষেপে ওঠে ছাত্রের দল। তাঁদের কামরার উদ্দেশ্যে শুরু হয় পাথর ছোড়া। এসব দেখে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন রাজ। পরিস্থিতি সামলাতে রাজের উপর চেপে বসেন ওয়াহিদা যাতে ট্রেনের বাইরে বেরিয়ে বড় কোনও বিপদ না ঘটিয়ে ফেলেন তিনি!

দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত ওই বইয়ের একটি অংশে এ প্রসঙ্গে ওয়াহিদা জানিয়েছেন, সেই সময়ে ওই ছাত্রের দল বারবার তাঁকে দেখবে বলে দাবি করে বসেন। তারা বলতে থাকে 'তিসরি কসম' এর শ্যুটিং দেখার জন্য শ্যুটিং স্পটে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ছবির প্রোডাকশন টিম তাঁদের মিথ্যা কথা বলে অন্য জায়গার কথা বলে। সেখানে গিয়ে বেকুব হয়েছেন। তাই এখানেই তারা ওয়াহিদাকে দেখতে চায়। কিন্তু রাজজি ওদের বলেন আমাকে দেখেছএই যথেষ্ট। সেই শুনে আরও খেপে যায় ওরা। বলতে থাকে, 'আমরা ওয়াহিদাজির ফ্যান। কেন উনি ওঁর ভক্তদের সামনে আসবেন না? ওঁকে দেখা দিতেই হবে ইত্যাদি ইত্যাদি।' এসব শুনেটুনে কামরার দরজা জানলা সব বন্ধ করে দিলেন উনি। ফল হল ভয়ানক। হল্লা তো বাড়লই সঙ্গে পাথর ছোড়া শুরু হল আমাদের কামরার উদ্দেশ্যে।

এরপর ওয়াহিদা আরও জানিয়েছেন, 'ক্ষেপে গিয়ে প্ল্যাটফর্মে নেমে ওই ছাত্রদের একহাত নিতে উদ্যত হয়েছিলেন রাজ। সেটি হলে যে বিরাট বিপদের সৃষ্টি হতো তা বুঝেছিলাম। তাই রাজজিকে থামাতে আমি এবং আমার বোন ও আপ্ত-সহায়ক ওঁকে চেপে ধরে রেখেছিলাম সিটের সঙ্গে। আমি তো রীতিমতো ওঁর বুকের উপর চেপে বসেছিলাম। আর রাজ কাপুর তখন রেগে টম্যাটোর মতো লাল হয়ে গিয়েছেন। সমানে চিৎকার করে বলে চলেছেন যেন ওঁকে ছেড়ে দেওয়া হয়। গোটা ব্যাপারটাই হয়ত বড্ড নাটুকে মনে হতে পারে কিংবা বলা ভালো মজার।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রামবাম জোট, সুবিধাবাদী রাজনীতি, মোদীকে চিঠি লিখতেই ডাক্তারদের আক্রমণ কুণালের MI-এ কি ভারতের T20 WC 2024 জয়ী দলের কোচের এন্ট্রি হবে? কোথায় বসবে IPL 2025 নিলাম সিবিআই চার্জশিটে লম্বা সাক্ষীর তালিকা, ১২৮ জনের মধ্যে পুলিশ–চিকিৎসক আরও অনেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিন, দলের কর্মীদের নির্দেশ সুকান্তর, রাখঢাক উধাও! দশেরা উপলক্ষ্যে জেহ আলি খান সহ স্কুলের শিশুদের সঙ্গে ডান্ডিয়া খেললেন নীতা জলে গেল ইরফান-ইউসুফের ঝোড়ো ইনিংস, লেজেন্ডস লিগের ফাইনালে কেদারের সুপারস্টার্স 'আরএসএস সকল প্রজন্মের অনুপ্রেরণা', সংগঠনের শতবর্ষে পদার্পণে বার্তা মোদীর কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশজুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা, বাংলার হাতে হাত বিয়ের পর প্রথম বিজয়ায় সিঁদুরে মাখামাখি দর্শনা, সিঁদুর খেললেন শুভশ্রী-রচনা-নুসরত বাংলার বিদ্বজ্জনদের চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দুয়ারে, মধ্যস্থতায় ইমেল দু’‌পক্ষকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.