বাংলা নিউজ > বায়োস্কোপ > Aindrila-Sabyasachi: ঐন্দ্রিলা-হীন একমাস! নিজেকে সামলে কতটা ‘ঠিক’ আছেন সব্যসাচী? মুখ খুললেন অভিনেতা

Aindrila-Sabyasachi: ঐন্দ্রিলা-হীন একমাস! নিজেকে সামলে কতটা ‘ঠিক’ আছেন সব্যসাচী? মুখ খুললেন অভিনেতা

একমাস পার…

Aindrila-Sabyasachi: ঐন্দ্রিলার মৃত্যুর পর কেটে গেল একমাস, এখন কেমন আছেন সব্যসাচী? 

দেখতে দেখতে ৩০ দিন ঐন্দ্রিলা শর্মা-হীন। প্রতি মুহূর্তে তাঁর অভাবে দিন কাটছে পরিবার এবং সব্যসাচীর। গত ২০শে নভেম্বর প্রয়াত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছেন ‘জিয়ন কাঠি’ অভিনেত্রী। প্রেমিকার অকাল মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছেন সব্যসাচী। ঐন্দ্রিলার পরিবার নিজেদের দুঃখ ভাগ করে নিয়েছেন প্রকাশ্যে, এমনকি প্রয়াত অভিনেত্রীর মা চিকিৎসকের ‘গাফলতি’র প্রসঙ্গও টেনেছেন। জানিয়েছেন, ২০২৩-র শুরুতেই নাকি বিয়ের পরিকল্পনা ছিল ঐন্দ্রিলা-সব্যসাচীর। কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব সব্যসাচী। কারুর সঙ্গে কথা বলেননি তিনি। 

কেমন আছেন সব্যসাচী? এক মাসে কতটা সামলাতে পেরছেন নিজেকে? এই নিয়ে এক সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা বলেন, ‘আমি কিছুটা ঠিক আছি।’ হ্যাঁ, একবাক্যে শুধু এইটুকুই বললেন সব্যসাচী। এই ‘ঠিক থাকা’য় কোনও দৃঢ়তা নেই, সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা মাত্র তা বেশ বোঝা গেল। এরচেয়ে বেশি কিছুই তিনি বলতে চান না। ঐন্দ্রিলাকে নিয়ে কোনওরকম মন্তব্য করতে চান না সব্যসাচী, স্পষ্টভাবেই জানিয়ে দিলেন।

এখনও কাজে ফেরেননি সব্যসাচী। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করছেন। দিন কয়েক আগে ঐন্দ্রিলার মা শিখা শর্মা নিজের ব্যক্তিগত ফেসবুকের দেওয়ালে ঐন্দ্রিলা ও সব্যসাচীর একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। সঙ্গে ক্যাপশনে লেখেন- ‘আমার সব্যর ঐন্দ্রিলা।’ ২০১৭ সালে ‘ঝুমুর’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। সেই সিরিয়ালের ছবি এটি। চোখে চোখে, ঐন্দ্রিলার গালে আলতো করে হাত দিয়ে রয়েছেন সব্যসাচী। প্রেমে ভরা চাউনি পরস্পরের। সেই ছবি দেখে মন কেঁদেছিল সবার। 

কঠিন পরিস্থিতিতে ঐন্দ্রিলা ও তাঁর পরিবারের পাশে সবসময় থেকেছেন সব্যসাচী। যতরকমভাবে একটা মানুষকে আগলে রাখা যায়, সেই চেষ্টা করেছেন তিনি। বিদায়বেলায় ঐন্দ্রিলার পায়ে সব্যসাচীর মাথা ঠেকানোর দৃশ্য নাড়িয়ে দিয়েছিল সকলকে! প্রিয় মানুষ হাত ছাড়িয়ে চলে গিয়েছে তবে ঐন্দ্রিলার স্মৃতি আগলেই কাটছে সব্যসাচীর সময়, জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা।

১লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এরপর কোমায় চলে যান অভিনেত্রী। দীর্ঘ ২০ দিন আপ্রাণ লড়াই চালিয়েও মৃত্যুর কাছে হেরে যান ‘মিষ্টি’ (ঐন্দ্রিলার ডাকনাম)। আর মিষ্টির স্মৃতিগুলো আগলেই এগিয়ে চলেছে তাঁর পরিবার ও সব্যসাচী। 

 

 

বন্ধ করুন