ভূমি পেডনেকারের জন্মদিন উদযাপনের নানা ঝলক ওরি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। ওরির ভূমিকে জন্মদিনের শুভেচ্ছায় ভরে দিয়েছেন, সেখানে তাঁকে 'প্রিয়জন' বলে সম্বোধন করেছেন।
ওরি ভূমির জন্মদিন উপলক্ষে একের পর এক ছবি শেয়ার করেছেন। ছবিতে ওরিকে একটি নীল জিন্স ও বেসিক সাদা টি- শার্টে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন ভূমির বোন সমীক্ষা পেডনেকারও। তিনি ভূমির জন্মদিনে বেছে নিয়েছিলেন কালো পোশাক, তাঁর সঙ্গে রংমিলান্তি করেছিলেন অভিনেত্রী স্বয়ং। সেখানে তাঁরা একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে ছবিও তুলেছেন।
ইনস্টাগ্রামে তাঁদের এই অন্তরঙ্গ উদযাপনের নানা ছবি শেয়ার করেছেন। বন্ধু এবং পরিবারের সঙ্গে আনন্দ করে নায়িকা তাঁর জীবনের বিশেষ দিনের উদযাপন করেছেন। ওরি, ভূমি ও সমীক্ষার নানা সুন্দর মুহূর্তের ছবি, ভূমির কেক কাটার ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
ভূমি পেডনেকার তাঁর বহুমুখী অভিনয়ের দিয়ে জয় করেছেন অনুরাগীদের মন। শুধু ওরি নয় চলচ্চিত্র জগতের নানা তারকা থেকে ভক্তরা তাঁকে বিশেষ দিনে উষ্ণ শুভেচ্ছায় ভরে দিয়েছেন। আর তাঁর এই বিশেষ দিনে আলাদা মাত্রা যোগ করেছেন ওরি। জন্মদিন উদযাপনের এইসব ছবিগুলি ইতিমধ্যেই দর্শক মহলে সারা ফেলেছে।
আরও পড়ুন: ভিকি-তৃপ্তির নতুন ছবি ‘ব্যাড নিউজ’-এর সঙ্গে বিশেষ যোগ সুস্মিতা সেনের! জানলে অবাক হবেন
কাজের সূত্রে, ভূমি পেডনেকারকে 'শুভ মঙ্গল সাবধান', 'টয়লেট: এক প্রেম কথা,' 'সান্দ কি আঁখ,' 'পতি পত্নি অর ভো'-এর মতো নানা ছবিতে দেখা গিয়েছে। তাছাড়াও 'দুর্গামতি' থেকে 'বাধাই দো', 'গোবিন্দ নাম মেরা', 'ভেদ' এবং 'ভক্ষক' নানা ছবিতে নানা রূপে ধরা দিয়েছেন তিনি। তাই বি-টাউনে তাঁর কাজ নিয়ে চর্চাও কম হয় না। শুরু থেকেই নিজের কাজ নিয়ে এক্সপেরিমেন্টাল ভূমি। 'দম লাগাকে হাইসা'-এর জন্য তিনি ওজন বাড়িয়ে ছিলেন। তারপর আবার ওজন কমিয়ে একেবারে অন্য অবতারে হাজির হন তিনি। কেবল একমুখী অভিনয় নয়, নানা রকমের চরিত্রে নিজেকে ভেঙেছেন তিনি। নায়িকার বৃত্ত ছাড়িয়ে হয়ে উঠেছেন অভিনেত্রী।
অ্যান্থলজি ফিল্ম 'লাস্ট স্টোরিজ'- এ ভূমি অভিনেতা নীল ভূপালমের বিপরীতে অভিনয় করেছিলেন। বর্তমানে, ভূমি তাঁর আসন্ন ছবি 'মেরে হাজব্যান্ড কি বিবি'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মুদাসসার আজিজ। ছবিতে ভূমি ছাড়াও অর্জুন কাপুর এবং রাকুল প্রীত সিংকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।