ওরি এবং অনন্যা পান্ডে যে একে অপরের ভালো বন্ধু তা কে না জানে। তবে অনন্যার জনপ্রিয় সিরিজ ‘কল মি বে’তে কাজ নিয়ে ওরি সঙ্গে অনন্যার মতবিরোধ দেখা যায়। এক পডকাস্টে অরি দাবি করেছিলেন যে, অনন্যা তাঁর ক্যামিও নিয়ে ঈর্ষান্বিত ছিলেন। তাছাড়াও নাকি নিরাপত্তাহীনতা বোধ করছিলেন নায়িকা। যদিও তিনি এই সিরিজে প্রধান ভূমিকায় ছিলেন।
অ্যালিনা ডিসেক্টস পডকাস্টে, ওরি জানিয়েছিলেন যে, 'কল মি বে'- এর শ্যুটিং সময় তাঁর এবং অনন্যা পান্ডের মধ্যে একটা বড় সমস্যা হয়েছিল। তিনি জানিয়েছেন যে, 'কল মি বে'-তে অনন্যা তাঁর থাকার বিষয়টা নিয়ে নিরাপদপত্তাহীনতায় ভুগছিলেন। আর তার জন্য নাকি অনন্যা অরিকে আঘাত দিয়ে নানা কথা শুনিয়েছিলেন।
আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে লড়াইয়ে সব সময় হিনা পাশে পেয়েছেন প্রেমিককে! প্রেমদিবসে যা করলে রকি
ওরি তবে এই পরিস্থিতিকে নিজের জন্য ইতিবাচক ভাবেই নিয়েছিলেন। বিশ্বাস করেছিলেন যে, তিনি ক্যারিয়ারের ক্ষেত্রে সঠিক পথেই এগোচ্ছেন। তিনি উল্লেখ করেছেন যে, যেহেতু অনন্যা পান্ডে প্রধান চরিত্রে ছিলেন তা সত্ত্বে সেখানে শুধুমাত্র ওরির ক্যামিও থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন অভিনেত্রী, তার মানে অরি সঠিক পথেই এগোচ্ছেন। তবে যেহেতু মূল চরিত্রে অনন্যা, সেক্ষেত্রে তিনি তাঁকে সরিয়েও দিতে পারতেন কাজটা থেকে। তবে যেটাই হোক না কেন সঠিক পথে এগোলে যে বাঁধা আসবেই তা ওরি ভালোই বোঝেন।
আরও পড়ুন: 'পারমানেন্টলি তোমার…', প্রেম দিবসে কাঞ্চনকে কী বার্তা কচি বউ শ্রীময়ীর?
তবে বর্তমানে অনন্যা পান্ডে এবং ওরি মধ্যেকার মনমালিন্য মিটে গিয়েছে বলে অনেকেই মনে করছেন। কারণ সম্প্রতি তাঁদের এক বন্ধুর বিয়েতে একসঙ্গে দেখা গিয়েছে। ঐতিহ্যবাহী পোশাক দু'জনকেই দেখা গিয়েছিল। গ্ল্যামারাস অনুষ্ঠানে তাঁদের বেশ কয়েকটি ছবিও একসঙ্গে দেখা যায়।
প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে ওটিটিতে ‘কল মি বে’-এর প্রিমিয়ার হয়েছিল। ওই সিরিজে অনন্যা ছাড়াও ছিলেন বীর দাস, বরুণ সুদ, মুসকান জাফরি এবং বিহান সামতকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। শোনা গিয়েছে সিরিজটির দ্বিতীয় সিজন আসতে চলেছে।