ঐতিহ্যবাহী নেপালের অলিগলিতে ঘুরে বেড়ালেন ওরহান আওয়াট্রামানি ওরফে ওরি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় এই ফ্যাশন স্টাইলিশ সম্প্রতি দুই বন্ধুর সঙ্গে গিয়েছিলেন নেপাল ভ্রমণে। নেপালের সেই ভ্রমণের অভিজ্ঞতার কিছু ঝলক দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ওরির পোস্ট করা কিছু ছবি দেখে।
আরও পড়ুন: 'সপ্তাহে একদিন...' ৭ ফুট লম্বা চুল! দিদি নম্বর ওয়ানে হাসপাতাল সামলে রূপচর্চার রহস্য ফাঁস নার্সের
আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত অবস্থায় ‘মেয়ের বয়সী’ জয়শ্রীকে বিয়ে, ৩য় বার বিয়ের পিঁড়িতে ভরত কল!
গত ২১ নভেম্বর ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেন ওরি, যেখানে দেখা যায় একটি নেপালি পোশাক এবং হাতির ডিজাইনের একটি টুপি পরে দাঁড়িয়ে রয়েছেন জনপ্রিয় এই ফ্যাশন ডিজাইনার। শুধু তাই নয়, একটি ছবিতে হেলিকপ্টারে বসে থাকতে দেখা গেছে তো অন্যটিতে দেখা গেছে নেপালি টুপি পরে দাঁড়িয়ে থাকতে।
নেপালে ঘুরতে গিয়ে মা আনন্দ শিলার সঙ্গে দেখার অভিজ্ঞতাও শেয়ার করেছেন ওরি। প্রসঙ্গত, ১৯৮১ সালে রজনীশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই আন্দোলনে যুক্ত থাকার অপরাধী দোষী সাব্যস্ত হওয়ার কারণে চার বছর কারাদন্ডে দণ্ডিত হয়েছিলেন তিনি। যদিও ভালো ব্যবহারের জন্য ২৯ মাস পর পশ্চিম জার্মানিতে তাঁকে নির্বাসিত করা হয়। পরে তিনি চলে যান সুইজারল্যান্ডে।
আরও পড়ুন: দুই মেয়ে ও তাঁদের বন্ধুদের সঙ্গে হাউস পার্টি, একী নাচ বিরসা-বিদীপ্তার, হাজির মেঘলার প্রেমিক!
আরও পড়ুন: কলকাতার বিয়ে বাড়িতে 'বড়লোকি' মেয়েদের নাটুকেপনার ঝলক! দেখুন তো কার সঙ্গে মিল পেলেন
ওরির যে ছবিগুলির মধ্যে সবথেকে বেশি যে ছবিটি ভাইরাল হয়েছে, সেই ছবিতে একটি হাতির আকৃতির টুপি পরে থাকতে দেখা গেছে তাঁকে। এই টুপি পরে তিনি পশুপতিনাথ মন্দির দর্শনের জন্য গিয়েছিলেন, পরে তিনি জানতে পারেন এটি টুপি নয় বরং একটি আরামদায়ক চা। নেপালের বিক্রেতারা এটি টুপি বলে বিক্রি করেন ওরির কাছে এবং ওরি সেটিকে টুপি ভেবে সারাদিন পরে থাকেন।