সদ্যই হ্যালোইন গেল। আর সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি কোনও ভূত, প্রেত, বা উদ্ভট কোনও সাজে সাজেননি। বরং আমির খানের বিভিন্ন ছবির লুক রিক্রিয়েট করেছেন। আর নিজের হ্যালোইন লুককে করে তুলেছেন 'খান'ট্যাস্টিক!
কী ঘটেছে?
ওরি মানেই উরফি জাভেদের মতোই কোনও না কোনও উদ্ভট আইডিয়া। আর তাই তো হ্যালোইন উপলক্ষ্যে তিনি আমির খানের বিভিন্ন ছবির পোস্টারে নিজের মুখ সুপার ইম্পোজ করে বসিয়ে পোস্ট করলেন। বাদ দিলেন না সেই পোস্টারে থাকা অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের মুখ নিজের তারকা বন্ধুদের মুখ দিয়ে বদলে দিতে।
আরও পড়ুন: রিহ্যাব থেকে ছাড়া পাওয়ার মাস ঘুরতে না ঘুরতেই ফের মঞ্চে নোবেল, কথা মতো সত্যিই কি বদলালেন নিজেকে?
তবে এদিন যতই ওরি আমির খানের ছবির পোস্টারে নিজের মুখ সুপার ইম্পোজ করুন, পোস্টের ক্যাপশনে কিন্তু শাহরুখ খানের ছবির নাম লেখেন, 'মাই নেম ইজ খান।' এদিন ওরি আমিরের যে যে ছবির পোস্টারে নিজের মুখ সুপার ইম্পোজ করেছেন তার মধ্যে আছে লাগান, থ্রি ইডিয়টস, তালাশ, ইত্যাদি।
প্রসঙ্গত তিনি এদিন থ্রি ইডিয়টস ছবির নাম বদলে ১ ইডিয়ট করেন, এবং নিজেকে একাই রাখেন পোস্টারে। মঙ্গল পান্ডে ছবির পোস্টারে লিখে দেন ওরি রাইজিং। পিকের নাম বদলে করে দেন ওকে। রাজা হিন্দুস্তানি নয়। আমির করিশ্মার ছবিটির নাম করে দেন ওরি হিন্দুস্তানি। গজনি ছবির পোস্টারে নিচে লিখে দেন, রিমেম্বার ওরি। দিল চাহতা হ্যায় ছবির নাম বদলে করেন ওরি চাহ্তা হ্যায়। লাগান ছবির পোস্টারে নিজের সঙ্গে বাকি দুই অভিনেত্রীর মুখ বদলে দেন। সেখানে তিনি একদিকে জাহ্নবী কাপুরকে দেখা যাচ্ছে। অন্যদিকে খুশি কাপুর।
আরও পড়ুন: আশ্রিতা পরিজাতের সঙ্গে মিলে মিত্তির বাড়িকে এক করতে তৈরি আদৃত! শিকড়কে অটুট রাখতে পারবে কি?
বলাই বাহুল্য নেটপাড়া ওরির এই পোস্ট দেখে ভারী মজা পেয়েছে। প্রসঙ্গত তিনি কদিন আগে হ্যালোইন উপলক্ষ্যে গরু সেজেছিলেন। তাঁর সেই সাজ দেখে হেসে গড়িয়ে পড়েছিলেন তাঁর বান্ধবী জাহ্নবী কাপুর।