কিছুদিন আগে পুতুল ছবির অন্যতম কণ্ঠশিল্পী তৃণাঞ্জনা দাস দাবি করেন যে তিনি এই ছবিতে ভয়েস ওভারের কাজ করলেও সব খ্যাতি, জনপ্রিয়তা বরাদ্দ নির্দিষ্ট কিছু মানুষের জন্য। এমনকি এও দাবি করেন যে অস্কার মনোনীত ছবিটির একটি মুখ্য চরিত্রে তিনি গলা দিয়েছেন। এবার ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় জানালেন কণ্ঠশিল্পী যা জানিয়েছেন সম্পূর্ণ মিথ্যে।
কী জানিয়েছেন অস্কার মনোনীত ছবি পুতুলের পরিচালক?
কিছুদিন আগে তৃণাঞ্জনা দাস তাঁর ফেসবুকের পাতায় পুতুল ছবির নির্মাতাদের বিরুদ্ধে বেশ কিছু দাবি করেন। সেই খবর প্রকাশ্যে আনার পরই অস্কার মনোনীত এই ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, 'কণ্ঠশিল্পী যা দাবি করেছেন সম্পূর্ণ মিথ্যে। তিনি কোনও মুখ্য চরিত্রের জন্য কণ্ঠ দেননি। বরং এক পার্শ্ব চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি ওঁর বিরুদ্ধে।' ফলে ত্রিনঞ্জনা দাস যা দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় সবটাই অস্বীকার করা হয়েছে পুতুল ছবির টিমের তরফে।
এদিন এই বিষয়ে একটি পোস্টও করেন ইন্দিরা। তিনি তাঁর সেই পোস্টে লেখেন, 'মুমতাজ সরকার বা ভেনেসা পুতুল ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ডাবিং ওঁরাই করেছেন। কোনও ডাবিং শিল্পী কিছু দাবি করে থাকলে সেটা সম্পূর্ণ তাঁর নিজের পাবলিসিটির জন্য করেছেন। সেগুলো সম্পূর্ণ ভুল এবং আমরা এটার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছি।'
ঠিক কী বলেছিলেন তৃণাঞ্জনা দাস?
তৃণাঞ্জনা তাঁর ফেসবুক পোস্টে এই বিষয়ে কদিন আগে লেখেন, 'শুধু কণ্ঠশিল্পীরা রয়ে যায় আড়ালে। গর্ব হচ্ছে তো বাঙালি হিসেবে? অবশ্যই! গর্ব তো হওয়ার কথাই .. একজন বাঙালি পরিচালক, সঙ্গীতকার, এবং ক্রুর সকলেই কমবেশি বাঙালি, বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে… সেখানে আমরা কি করে বলুন তো চুপচাপ থাকি? তবে আমার গর্বিত হওয়ার কারণ টা একটু আলাদা.. এক মুখ্য চরিত্রের জন্য আমি গলা দিয়েছি ভেবে ভালোই লাগছে... তবে কিছুটা অবাকও লাগছে, কারণ এই সব ঢাক-ঢোল, জাঁকজমক, জৌলুশ সকলই কেবলমাত্র বরাদ্দ থাকলো হাতে-গোনা, কয়েকজন পরিচিত নাম, এবং মুখের জন্য… অবশ্যই, আমরা বাচিকশিল্পীরা অভ্যস্ত হয়ে গেছি নেপথ্যের ভূমিকায় থেকে থেকে।'
তিনি আরও লেখেন, 'কোনওদিন কাজ চাইতে পিছুপা হইনি, বিনয়ী থেকেছি, সম্মান করেছি সব ধরণের কাজের.. তাহলে আমার সম্মানের কদর থাকবেনা কেন? অযৌক্তিক আবদার মেনে নিতে বাধ্য হবো কেন? ঠোঁটকাটা হলে কাজ থাকবে না.. আর সব অন্যায় মেনে নিলে শিরদাঁড়া থাকবে না।'
আরও পড়ুন: তুঙ্গে ঘর ভাঙার চর্চা, তার মাঝেই যিশু বললেন, 'আমি বিবাহিত, একজনকে নিয়েই খুশি...'
প্রসঙ্গত পুতুল ছবিটি আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বড় পর্দায়। অস্কারে সেরা অরিজিন্যাল গান বিভাগে মনোনীত হয়েছে এই ছবির গান ইতি মা। সেই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলেন সায়ন গঙ্গোপাধ্যায়।