বাংলা নিউজ > বায়োস্কোপ > Oscars 2023: রাত পোহালেই অস্কার! পুরস্কারের দৌড়ে ‘RRR’,কোথায়,কখন আর কীভাবে দেখবেন অনুষ্ঠান?

Oscars 2023: রাত পোহালেই অস্কার! পুরস্কারের দৌড়ে ‘RRR’,কোথায়,কখন আর কীভাবে দেখবেন অনুষ্ঠান?

ইতিহাস লিখবে আরআরআর? 

Oscars 2023: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাত পোহালেই বসবে ৯৫তম অস্কারের জমকালো অনুষ্ঠান। ভারতে বসে কীভাবে দেখবেন অস্কার? 

রাত পোহালেই অস্কার। সেজে উঠছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চ। ৯৫তম  অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। কার হাতে উঠবে অস্কার? এই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্বের সিনেমাপ্রেমীরা। এই বছর ভারতীয়দের জন্য অস্কারের আসর হতে চলেছে একটু বেশি স্পেশ্যাল। সেরা মৌলিক গান বিভাগে মনোনীত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। হলিউডে জোর গুঞ্জন বড় অঘটন না ঘটলে গোল্ডেন গ্লোবের পর অস্কারও ঝুলিতে পুরবেন এসএস রাজামৌলি অ্যান্ড কোম্পানি। 

 শুধু ‘আরআরআর’ই নয় ভারতীয় দর্শকদের পাখির চোখ থাকবে আরও দুই তথ্য়চিত্রে। শৌনক সেন পরিচালিত তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' (All that breathes) রয়েছে অস্কারের দৌড়ে, এছাড়াও নেটফ্লিক্সের ‘দ্য এলিফ্যান্ট হুইসপার্স’ সেরা স্বল্পদৈর্ঘ্য়ের ক্যাটেগরিতে চূড়ান্ত বিভাগে মনোনীত হয়েছে। পাশাপাশি এই বছর অস্কারের উপস্থাপক হিসাবে মঞ্চে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সব মিলিয়ে ভারতীয়দের জন্য থাকবে একের পর এক চমক! 

দিন এবং সময়:

১২ই মার্চ, রাত ৮টায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর। ভারতীয় সময়ানুসারে সোমবার, ১৩ই মার্চ কাকভোর অর্থাৎ ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হবে অস্কারের সম্প্রচার। প্রথমে রেড কার্পেট (যদিও এবার রেড নয় থাকবে শ্যাম্পেন রঙের কার্পেট) ইভেন্ট, এরপর ৬.৩০ মিনিট থেকে শুরু অ্যাওয়ার্ড সেরেমানি। 

অস্কার ভারতে কীভাবে সরাসরি দেখবেন? 

অস্কারের অফিসিয়্যাল ব্রডকাস্টার আমেরিকার এবিসি নেটওয়ার্ক। সাবস্ক্রিপশন থাকলে Hulu লাইভ টিভি, ইউটিউব টিভি এবং ফুবো টিভি-তে দেখা যাবে অস্কারের ৯৫তম এডিশন। ABC.com এবং ABC অ্যাপের মাধ্যমেও সরাসরি দেখা যাবে এই অস্কার। তবে ভারতীয় দর্শকদের অস্কার সরাসরি দেখতে চোখ রাখতে হবে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)। এছাড়াও অ্যাকাডেমির সমস্ত সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে লাইভ আপটেড মিলবে। 

টিভিতে কীভাবে অস্কার দেখবেন?

ভারতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সম্প্রচারের সত্ত্ব রয়েছে স্টার ইন্ডিয়ার কাছে। স্টার মুভিজ সিলেক্ট এইচডি চ্যানেলে সম্প্রচারিত হবে অস্কার ২০২৩। স্টার মুভিজ ফ্রি-টু এয়ার চ্যানেল নয়। এরজন্য দরকার সাবস্ক্রিপশন, তাই ভারতে বসে নিখরচায় সরাসারি অস্কার দেখা যাবে না। 

আরও পড়ুন-রাম চরণ বা জুনিয়র এনটিআর নন, অস্কারে নাটু নাটু-তে নাচবেন এই বিদেশী কন্যে

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বায়োস্কোপ খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি!-রিপোর্ট মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.