বাংলা নিউজ > বায়োস্কোপ > Oscars 2023 red carpet: অস্কারের মঞ্চে ভারতকে শ্রদ্ধা নিবেদন জুনিয়র এনটিআর, রামচরণ এবং এসএস রাজামৌলির

Oscars 2023 red carpet: অস্কারের মঞ্চে ভারতকে শ্রদ্ধা নিবেদন জুনিয়র এনটিআর, রামচরণ এবং এসএস রাজামৌলির

অস্কারের মঞ্চে

Oscars 2023 red carpet: লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে অস্কারের আসর। জুনিয়র এনটিআর, রাম চরণ এবং এসএস রাজামৌলি জমকালো আউটফিটে অনুষ্ঠানে যোগ দেন।

৯৫তম অস্কারের জমকালো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সিনেমা দুনিয়ায় অস্কারের চেয়ে দামি, ঐতিহ্যের আর কোনও পুরস্কার হয় না। ৯৫তম অ্যাকেডেমি অ্য়াওয়ার্ডস বা অস্কারের মঞ্চে ভারতীয়দের আগ্রহ 'নাটু নাটু' গান নিয়ে। এস এস রাজমৌলির ‘আরআরআর’ সিনেমার এই গান সেরা মৌলিক গান বিভাগে মনোনীত। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আপাতত চলছে অনুষ্ঠান।

ভারতীয় সময় ১৩ই মার্চ, কাকভোর অর্থাৎ ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে গিয়েছে এই অনুষ্ঠান। অস্কারের মঞ্চে কালো গাউনে ধরা দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অনুষ্ঠানে অন্যতম উপস্থাপিকা অভিনেত্রী। মঞ্চে এসে দীপিকা জানিয়েছেন ভারতের সেই গানের কথা, যে গানের সঙ্গে এখন সারা পৃথিবী নাচছে। হ্যাঁ, ‘নাটু নাটু’। সেই গানের সঙ্গে নাচলেন ভারতীয় এবং বিদেশি শিল্পীরা। স্বল্প সময়েই আবার সারা পৃথিবীর মন জয় করে নিল রাজা মৌলির ছবির এই গান। মঞ্চে সিনেমায় গানের দৃশ্যকেই পুনর্নিমাণ করা হয়। গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের-এর লাইভ পারফর্ম্যান্স করেন। নৃত্যশিল্পীদের নাচে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা থিয়েটার। আরও পড়ুন: ঐশ্বর্যর নীল চোখে ডুবেছিলেন বনশালি? ‘হাম দিল দে চুকে সনম’-এর অফার আসে কীভাবে

অস্কার ২০২৩-এ রেড কার্পেটে দেখা মিলেছে ‘আরআরআর’ ‘টিমের। পরিচালক এসএস রাজামৌলি , অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর এবং কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ এ দিন অংশগ্রহণ করেন অনুষ্ঠানে। ‘আরআরআর’ টিমের অফিসিয়্যাল টুইটার অ্যাকাউন্ট থেকে টিমের ছবির শেয়ার করা হয়েছে।

এ দিন অনুষ্ঠানে এসএস রাজামৌলি একটি বেগুনি কুর্তা, ক্রিম রঙের ধুতি এবং জুতো পরেছিলেন। রাম চরণ এবং জুনিয়র এনটিআর একটি কালো পোশাক বেছে নিয়েছিলেন। ম্যাচিং কোট ও প্যান্টের সঙ্গে কালো কুর্তায় ধরা দেন রামচরণ।

অস্কার অনুষ্ঠান থেকে বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো এসেছে, স্ত্রী উপাসনার সঙ্গে পাপারাৎজ্জির সমানে পোজ দিয়েছেন রামচরণ। অনুষ্ঠানে একটি ক্রিমরঙা শাড়িতে ধরা দেন উপাসনা।

প্রসঙ্গত, ২০২২-এ মুক্তি পাওয়া RRR হল একটি পিরিয়ড ড্রামা। যেখানে জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে রয়েছেন আলিয়া ভাট, অজয় দেবগন, অলিভিয়া মরিস, শ্রিয়া শরণ এবং রে স্টিভেনসন। ছবির 'নাটু নাটু' গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। ইতিমধ্যে 'নাটু নাটু'-র ঝুলিতে রয়েছে গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস পুরস্কার।

বন্ধ করুন