লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল শহর জুড়ে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ, এসেছে প্রাণহানির খবরও। তার ফলে লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার খবর এই ভয়াবহ পরিস্থিতির জন্য নাকি প্রথমবারের মতো বাতিল হতে পারে অস্কার?
দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ দাবানলের কারণে ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল হওয়ার পথে। একটি অভ্যন্তরীণ সূত্র নিউজ পোর্টালকে বলেছে, এই মুহুর্তে তাঁরা এই অনুষ্ঠান উদযাপন করতে পারবেন বলে মনে হয় না। লস অ্যাঞ্জেলেস অকল্পনীয় ক্ষতির সঙ্গে মোকাবিলা করছে। এমনকী আগামী সপ্তাহে যদি দাবানল কমেও তাও শহরের যে পরিমাণ ক্ষতি হবে তা মেটানো বেশ কঠিন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই অনুষ্ঠানের জন্য যে খরচ হয় তা, তহবিল থেকে লস অ্যাঞ্জেলেসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে?
আরও পড়ুন: মুক্তির আগেই বাংলাদেশে নিষিদ্ধ হল কঙ্গনার ‘ইমার্জেন্সি’! মুক্তিযুদ্ধ দেখানোই কি এর কারণ
প্রসঙ্গত, ২০২১ সালে যখন বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি অব্যহত ছিল, তখন অস্কার বাতিল হওয়ার পরিবর্তে দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে টম হ্যাঙ্কস, এমা স্টোন, মেরিল স্ট্রিপ এবং স্টিভেন স্পিলবার্গের মতো তারকাদের নেতৃত্বে আনুষ্ঠানিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনুষ্ঠানটি বাতিল করা দরকার।
আরও পড়ুন: হিট সিনেমা 'কাহো না পেয়ার হ্যায়’ থেকে শেষ মুহূর্তে বাদ! করিনাকে সরানো নিয়ে মুখ খুললেন আমিশা
ওই প্রতিবেদনে বলা হয়, অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ১ লাখ ৪০ হাজার পাউন্ড (১ লাখ ৭১ হাজার ডলার) মূল্যের গুডি ব্যাগ বাতিল করা হবে। এই গুডি ব্যাগগুলির মধ্যে সুইস আল্পসে তিন রাত থাকা, কসমেটিক্স সার্জারির, গয়নার এবং একটি ১,২২০ ডলারের বারবিকিউ গ্রিল থাকে। তবে, বোর্ডের সদস্যরা এই পরিস্থিতিতে এই সব প্রয়োজনীয় বলে মনে করেছেন।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মনোনয়ন ভোটের সময়সীমা ১৭ জানুয়ারি থেকে বাড়িয়ে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি ভার্চুয়াল ইভেন্টে মনোনীতদের নাম ঘোষণা করবে। লস অ্যাঞ্জেলেসের দাবানলে ম্যান্ডি মুর, প্যারিস হিলটনসহ অনেক এ-লিস্টারের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং জরুরি পরিষেবাগুলিরও প্রায় অচল অবস্থা।