বাংলা নিউজ > বায়োস্কোপ > সর্দার উধম ‘ব্রিটিশ বিরোধী’, বাঙালির ছবি নিয়েই আপত্তি বাঙালি জুরি সদস্যদের

সর্দার উধম ‘ব্রিটিশ বিরোধী’, বাঙালির ছবি নিয়েই আপত্তি বাঙালি জুরি সদস্যদের

সর্দার উধম ছবিকে ‘ব্রিটিশ বিরোধী’ বলায় ক্ষেপে উঠেছেন দর্শকদের একটা অংশ। 

অস্কারে ভারত থেকে কোন ছবি যাবে, তা নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ছিল চরমে। ১৪টি ছবি বাছাই করা হয়েছিল। আর ভারত থেকে অস্কারের মঞ্চে যাওয়ার জন্য অনেকেই এগিয়ে রেখেছিলেন বাঙালি পরিচালক সুজিত সরকারের ছবি ‘সর্দার উধম’কে। তবে সেই ছবির গায়েই ‘ব্রিটিশ বিরোধী’ তকমা সেঁটে দিল জুরি সদস্যদের একটা অংশ। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। 

ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিনি এবছর অস্কারের জুরি মেম্বারদের মধ্যে ছিলেন তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সর্দার উধম একটু বড় ছবি বিশেষ করে জালিওয়ানাবাগের অংশ একটু বেশি টেনে দেওয়া। একজন নাম না জানা স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে ছবি তৈরি সত্যিই অসাধারণ কাজ। কিন্তু সেটা করতে গিয়েই আমাদের ঘৃণা ইংরেজদের প্রতি আবার ফুটে উঠেছে। বিশ্বায়নের এই সময়ে যা কোনওভাবেই কাঙ্খিত নয়।’ সঙ্গে তিনি জানান এই ছবির ফোটোগ্রাফি ও প্রোডাকশন আন্তর্জাতিক মানের।

জুরির আরেক সদস্য সুমিত বাসু জানান, ‘অনেকেরই সর্দার উধম খুব ভালো লেগেছে, বিশেষ করে ক্যামেরার কাজ। আমার মনে হয়েছে এই ছবির দৈর্ঘ্য ছিল একটা বড় ইস্যু। ছবির ক্লাইম্যাক্স অনেক দেরিতে এসছে। দর্শকদের জালিওয়ানাবাগ নিয়ে যে কষ্ট ফুটিয়ে তোলা হয়েছে, তা অনুভব করতে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে।’

তবে, এই দুই বক্তব্যের সঙ্গেই নেট-মাধ্যমে অসহমত হয়েছেন দর্শকরা। একজন লিখেছেন, ‘এই ঘৃণা ধরে রাখব না? ঠিক আছে তাই হবে! তাহলে ব্রিটিশদেরও ফেরত দিতে হবে কোহিনূর।’ আরেকজন লিখেছেন, ‘সত্যের গলা বারবার এভাবেই বুজিয়ে দেওয়া হয়’। সঙ্গে আরেক দর্শকের মতামত, ‘যদি হলিউডে প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ছবি বানানো হয়, তাহলে কি বাদ দিয়ে দেওয়া হবে হিটলারের নিষ্ঠুরতাকে?’

ছবির আরেক গুণমুগ্ধ দর্শক লিখেছেন, ‘সর্দার উধম অস্কারের জন্য যাওয়ার যোগ্য কি যোগ্য না সে ব্যাপারে যাওয়ার আগে আমার মনে হয় একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো, বিশ্বায়ন মানে এই নয় যে আমাদের ইতিহাসকে অস্বীকার করতে হবে। কই ‘লগন’ বা ‘রং দে বসন্তি’র বেলায় তো এমন ইস্যু তোলা হয়নি।’

বায়োস্কোপ খবর

Latest News

পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.