সম্প্রতি HT সিটির সহযোগিতায় মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছিল OTT Play Awards 2025। এই অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, ডিজিটাল প্লাটফর্মে যারা দেখিয়েছে নিজেদের ম্যাজিক, তাঁদের করা হল সম্মান। এই তালিকায় রয়েছেন অদিতি রাও হায়দারি থেকে হিনা খান, অনুপম খের থেকে শুরু করে ইমতিয়াজ আলি রয়েছে বহু তারকার নাম।
বর্ষসেরা ভার্সেটাইল শিল্পী (মহিলা): কানি কুসরুতি (গার্লস উইল বি গার্লস), পোচার, থালাইমাই সেয়ালাগাম, কিলার স্যুপ এবং নাগেন্দ্রন'স হানিমুনস)
বর্ষসেরা ট্রেইলব্লেজার (পুরুষ): শ্রী মুরালি (বাঘিরা)
বর্ষসেরা ভার্সেটাইল শিল্পী (পুরুষ): সিদ্ধান্ত গুপ্ত (ফ্রিডম অ্যাট মিডনাইট এবং ব্ল্যাক ওয়ারেন্ট)
আরও পড়ুন: 'নিজামুদ্দিন দরগায় গিয়ে...', দিল্লিতে গিয়েও কোন স্বপ্ন অধরা থেকে গেছে আদনানের?
আরও পড়ুন: প্রথমে চাননি আসতে, অবশেষে ‘খতরো কে খিলাড়ি’ কাঁপাতে আসছেন এই ‘বিগ বস’ প্রতিযোগী
বর্ষসেরা ট্রেইলব্লেজার (মহিলা): দিব্যা দত্ত (বন্দিশ ব্যান্ডিটস ২) এবং (শর্মাজি কি বেটি) (মহিলা)
সেরা অভিনেতা (পুরুষ) - জনপ্রিয় (চলচ্চিত্র): মনোজ বাজপেয়ি (ডেসপ্যাচ)
সেরা অভিনেত্রী মহিলা - জনপ্রিয় (চলচ্চিত্র): কাজল (দো পাত্তি)
সেরা টক শো হোস্ট: রানা দাগ্গুবতি (দ্য রানা দাগ্গুবতি শো)
সেরা ডকুমেন্টারি সিরিজ: দ্য রোশনস
সেরা শো রানার: সুরজ বরজাতিয়া ( বড়া নাম করেঙ্গে)
সেরা রিয়েলিটি শো: দ্য ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস
সেরা নন-স্ক্রিপ্টেড শো: বিমল উন্নিকৃষ্ণন (শার্ক ট্যাঙ্ক)
রাইজিং স্টার: অবনীত কৌর (লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ)
সেরা ওটিটি ডেবিউ (সিরিজ): বেদিকা (যক্ষিণী)
নতুনত্ব সিনেমায় অগ্রণী অবদান: অশ্বিনী পুনীত রাজকুমার
নেগেটিভ চরিত্রে সেরা অভিনেতা (চলচ্চিত্র): সানি কৌশল (চলচ্চিত্র): ফির আয়ি হাসিন দিলরুবা
সেরা কমেডি অভিনেতা (চলচ্চিত্র): প্রিয়া মণি (ভামকালাপম ২)
ব্রেকথ্রু পারফরম্যান্স পুরুষ (চলচ্চিত্র): অবিনাশ তিওয়ারি (চলচ্চিত্র): দ্য মেহতা বয়েস
ব্রেকথ্রু পারফর্মেন্স মহিলা (ছবি): শালিনী পান্ডে (মহিলা): মহারাজ
সেরা সহ-অভিনেতা পুরুষ (সিরিজ): রাহুল ভাট (ব্ল্যাক ওয়ারেন্ট)
সেরা সহ-অভিনেতা মহিলা (সিরিজ): জ্যোতিকা (ডাব্বা কার্টেল)
সেরা কৌতুক অভিনেতা (সিরিজ): নীরজ মাধব (লাভ আন্ডার কনস্ট্রাকশন)
ব্রেকথ্রু পারফর্মেন্স পুরুষ (সিরিজ): অভিষেক কুমার (থালাইভেত্তিয়ান পালায়ম)
ব্রেকথ্রু পারফর্মেন্স মহিলা (সিরিজ): পত্রলেখা (আইসি৮১৪)
আরও পড়ুন: প্রথমে চাননি আসতে, অবশেষে ‘খতরো কে খিলাড়ি’ কাঁপাতে আসছেন এই ‘বিগ বস’ প্রতিযোগী
আরও পড়ুন: 'গুজব ছড়ানো বন্ধ করুন...', সিরাজের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মাহিরা
প্রতিশ্রুতিশীল অভিনেতা (পুরুষ): অপশক্তি খুরানা (বার্লিন)
প্রতিশ্রুতিশীল অভিনেতা (মহিলা): হিনা খান (গৃহলক্ষ্মী)
সেরা পরিচালক (সিরিজ): নিখিল আদভানি (ফ্রিডম অ্যাট মিডনাইট) এবং প্রদীপ মাদ্দালি (বিক্কাতকভি)
সেরা অভিনেতা - সমালোচক (সিরিজ): জয়দীপ আহলাওয়াত (পাতাল লোক সিজন ২)-এর জন্য
সেরা অভিনেত্রী - সমালোচক (সিরিজ): নিমিশা সজয়ন (পোচার)-এর জন্য
সেরা অভিনেতা - জনপ্রিয় (সিরিজ): রাঘব জুয়েল (১১:১১)-এর জন্য
সেরা অভিনেত্রী - জনপ্রিয় (সিরিজ): অদিতি রাও হায়দারি (হিরামান্ডি)-এর জন্য
সেরা সিরিজ: পঞ্চায়েত সিজন ৩
সেরা পরিচালক (সিনেমা): ইমতিয়াজ আলি (সিনেমা): অমর সিং চামকিলা
সেরা অভিনেতা - সমালোচক (সিনেমা): অনুপম খের (সিনেমা: বিজয় ৬৯ এবং দ্য সিগনেচার)-এর জন্য
সেরা অভিনেত্রী - সমালোচক (সিনেমা: পার্বতী তিরুভোথু (সিনেমা: মনোরথাঙ্গাল অ্যান্ড হার)-এর জন্য
সেরা সিনেমা: আলি ফজল এবং রিচা চাড্ডা (সিনেমা: গার্লস উইল বি গার্লস)-এর জন্য