কমেডি থেকে শুরু করে সাসপেন্স থ্রিলার, চলতি সপ্তাহে OTT প্লাফর্মে আসতে চলেছে এমন কিছু সিনেমা, যার জন্য এতদিন আপনি করছিলেন অপেক্ষা। নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো এবং জিও হটস্টার আপনার জন্য নিয়ে এসেছে উইকেন্ড এনজয় করার উপযুক্ত বেশ কিছু অসাধারণ সিনেমা।
আরও পড়ুন: 'গজনির মতোই প্রতিপদে...', 'সিকান্দার'-এর স্ক্রিপ্ট নিয়ে কী বললেন পরিচালক?
আরও পড়ুন: 'আমায় ওই চরিত্রে দেখে লোকে...', সুযোগ পেয়েও কোন চরিত্রের জন্য করণকে না বলেছিলেন ঐশ্বর্য?
আনোরা-জিও হটস্টার: চলতি বছর অস্কারের মঞ্চে বেস্ট সিনেমার পুরস্কার পেয়েছে আনোরা। সিনেমার গল্প মূলত এক তরুণ যৌনকর্মীর জীবন নিয়ে তৈরি করা হয়েছে। যৌনকর্মী আনোরা এবং রুশ ধনী ব্যাবসায়ীর ছেলে ভানিয়ার বিয়ের গল্প দেখানো হয়েছে সিনেমায়। অস্কার পুরস্কার পাওয়ার পর থেকেই এই সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। ১৯ মার্চ থেকে এই সিনেমাটি আপনি দেখতে পাবেন জিও হটস্টারে।
খাকি, দ্যা বেঙ্গল চ্যাপ্টার-নেটফ্লিক্স: প্রসেনজিৎ, জিৎ, শাশ্বত, পরমব্রত এবং চিত্রাঙ্গদার পাওয়ার প্যাক্ট অভিনয় দেখা যাবে এই সিনেমায়। শহরের অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে পুলিশের অদম্য চেষ্টা, আন্ডারওয়ার্ল্ড-এর বিরুদ্ধে লড়াই সবই দেখা যাবে সিনেমায়। ১৯ মার্চ থেকে নেটফ্লিক্সে সিনেমাটি দেখা যাচ্ছে।
গুড আমেরিকান ফ্যামিলি- জিও হটস্টার: এই সিনেমায় এক বামন মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। মেয়েটিকে এক দম্পতি দত্তক নেন, কিন্তু তাঁদের জীবন পাল্টে যায় যখন তারা বুঝতে পারেন যে মেয়েটি আর পাঁচটি মেয়ের মতো নয়। মেয়েটিকে ওই দম্পতি আদৌ মেনে নেবেন কিনা, সেটাই আপনি দেখতে পাবেন সিনেমায়। ২০ মার্চ থেকে এই সিনেমাটি দেখা যাচ্ছে জিও হটস্টারে।
ড্রাগন- নেটফ্লিক্স: প্রদীপ রঙ্গনাথন নামে একটি ছেলেকে এই সিনেমায় দেখানো হয়, যে একজন মেধাবী ছাত্র ছিল। পড়াশোনায় দুর্দান্ত হওয়া সত্ত্বেও নিজেকে কুল দেখানোর জন্য সে তার জীবনকে পুরোপুরি পাল্টে দেয় জীবনের সবকিছু বিষয়ে শর্টকাট বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় সে। তারপর? ২১ মার্চ থেকে সম্প্রচারিত এই সিনেমাটি আপনি দেখতে পাবেন নেটফ্লিক্স প্লাটফর্মে।
আরও পড়ুন: শ্যুটিং শেষে ওড়িশা ভ্রমণ রাজামৌলির, পাহাড়ে যথেচ্ছ আবর্জনা দেখে হতাশ পরিচালক
আরও পড়ুন: 'আমরা একসঙ্গে অনেক…', সত্যি কী অজয়ের সঙ্গে প্রেম করতেন এষা? কী বললেন তিনি?
নিলাভুকু এন মেল এন্নাদি কোবাম-প্রাইম ভিডিয়ো: ধানুশ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন তাঁর ভাগ্নে পভিশ। পভিশ ওরফে প্রভুকে ডিপ্রেশন থেকে বের করে আনার জন্য তার বাবা-মা তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রাক্তন সহপাঠী প্রীতির সঙ্গে বিয়ে ঠিক করলে প্রভু তাকে বলে, সে নীলা নামক একটি মেয়েকে ভালোবাসে। প্রীতি প্রভুকে নীলাকে বিয়ে করতে বলে, তারপর কি হয়, দেখার জন্য আপনাকে দেখতে হবে প্রাইম ভিডিয়ো, যেখানে ২০ মার্চ থেকে সিনেমাটি প্রচারিত হচ্ছে।
রিভিলেশন - নেটফ্লিক্স: ২১ মার্চ থেকে সম্প্রচারিত এই সিনেমাটি একটি কোরিয়ান ছবি। একজন পাদ্রী এবং একজন গোয়েন্দার গল্প নিয়ে তৈরি হওয়া এই সিনেমায় এক পাদ্রীকে দেখানো হয়, যার সন্তান নিখোঁজ হয়ে যাওয়ার পর ঈশ্বরের ওপর তার বিশ্বাস ভেঙে যায়। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নিজেই সে অপরাধের রাস্তা বেছে নেয়। অন্যদিকে মামলার দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা একটি ভুতুড়ে অতীতের সঙ্গে লড়াই করে। এই দুই ব্যক্তির একে অপরের সঙ্গে দেখা হলে কি হবে, সেটা সিনেমা দেখলেই বুঝতে পারবেন।