প্রেম দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন সিনেমা হল। খাবার অর্ডার করে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে ফেলুন ভালোবাসার মানুষটির জন্য। সঙ্গে যদি হয়ে থাকে পছন্দের সিনেমা, তাহলে তো আর কথাই নেই। এই ভ্যালেন্টাইন দিবসে আপনার জন্য OTT প্ল্যাটফর্ম নিয়ে এল ৬টি নতুন স্বাদের সিনেমা।
Dhoom Dhaam - Netflix: ঋষভ শেঠ দ্বারা পরিচালিত ধুমধাম হল এমন একটি বিবাহিত দম্পতির গল্প, যাদের চরিত্র এবং স্বভাব একেবারেই উল্টো। বিয়ের রাতেই আচমকা ঘরে ঢুকে পড়ে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি, বন্ধুক হাতে তাদের সামনাসামনি করেন ইয়ামি। বড় বাবাজি বুঝতে পারেন বউ খুব সুবিধার মানুষ নন, কমেডির মোড়কে তৈরি হওয়া এই সিনেমাটি আপনি ১৪ ফেব্রুয়ারি দেখতে পাবেন নেটফ্লিক্স - এ
আরও পড়ুন: ‘এখন আর ম্যাজিক..’, বলিউডের প্রতি দর্শকদের কমে যাওয়া ভালোবাসা প্রসঙ্গে কী বললেন পঙ্কজ
আরও পড়ুন: ইন্দ্রনীলের সঙ্গে বিয়ে ভেঙেছে! বিকিনি পরে সৈকতে কার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে কাটালেন বরখা?
The White Lotus (season 3) - JioCinema : আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে জিও সিনেমায় দেখতে পাবেন এই সিনেমাটি। নাতাশা (স্পা ম্যানেজার) যখন চোখে স্বপ্ন নিয়ে বেলিন্ডা লিন্ডসে ফিরে আসবেন তখন থেকেই শুরু হবে সিনেমার গল্প।
Marco - SonyLIV: এই মালায়ালাম সিনেমাটি আপনি ১৩ ফেব্রুয়ারি থেকে দেখতে পাবেন সনি লিভ চ্যানেলে। মার্কো নামক একটি চরিত্র যে নিজের ভাইকে নৃশংসভাবে হত্যা করে। জীবনে প্রেম আসার পর সিন্ডিকেট জীবন থেকে সরে যায় সে ঠিকই কিন্তু গোপনে চালিয়ে যায় নিজের অপরাধমূলক কাজ। মার্কোর চরিত্রে অভিনয় করেছেন উণ্নি মুকুন্দ।
Kadhalikka Neramillai - Netflix: ১১ ফেব্রুয়ারি থেকে এই সিনেমাটি আপনি দেখতে পাবেন। নিথ্যা মেনেন এবং রবি মোহন এই সিনেমায় অভিনয় করেছেন। কমেডির মোড়কে তৈরি হওয়া সিনেমার গল্পে নায়ক নায়িকা এমন একটি সিদ্ধান্ত নেয় যার রক্ষণশীল পিতা-মাতার সমস্ত নিয়ম ভেঙে চুরমার করে দেয়।
আরও পড়ুন: একদিকে নিক্কির সঙ্গে ব্রেকআপ, অন্যদিকে রণবীরের প্রেমে পাগল রোহিনী, কে এই ভক্ত?
Subservience - Lionsgate Play: ১৪ ফেব্রুয়ারি থেকে আপনি দেখতে পাবেন সিনেমাটি। এই হলিউড সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন মেগান ফক্স এবং মিসেল মররোন। এই সিনেমায় একটি রোবটকে গৃহস্থালির কাজে নিয়োগ করা হয় যখন বাড়ির মহিলার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হয়। গল্প তখনই অদ্ভুত মোড় নয় যখন সেই রোবটটি নিজেকে বাড়ির সদস্য মানতে শুরু করে।
My Fault: London - Amazon Prime Video : ১৩ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে এই সিনেমা। সিনেমায় একজন ১৮ বছর বয়সী শিশুর জীবন দেখানো হয় যে লন্ডনে চলে যায় নতুন মায়ের সঙ্গে। সৎ ভাইয়ের সঙ্গে সম্পর্ক ঘৃণা থেকে ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। গল্প তখনই শুরু হয় যখন তাঁদের বাবা ফিরে আসেন বাড়িতে।