ভালোবাসার সপ্তাহে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটাতে চান? বাইরে না বেরিয়েই বাড়িতে OTT প্ল্যাটফর্মে দেখে ফেলুন এই ৬ সিনেমা। Valentine Day Special উপলক্ষে এই সিনেমাগুলি আপনার মন কেড়ে নেবেই।
Game Changer - Prime Video: রাম চরণ এবং কিয়ারা আডবানি অভিনীত এই সিনেমাটি একজন পুলিশ অফিসারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার গল্প নিয়ে তৈরি করা হয়েছে। সিনেমায় রামনন্দন নামের পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ, কিয়ারা অভিনয় করেছেন ডঃ দীপিকার চরিত্রে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের ভূমিকা অভিনয় করেছেন SJ সূর্য। ৭ ফেব্রুয়ারি থেকে এটি দেখতে পাবেন আপনি।
আরও পড়ুন: 'গিরগিটির'র মতো রং বদলাচ্ছেন সৌরভ, কোন অতীতকে লুকিয়ে তাঁর সঙ্গে জুড়লেন পায়েল?
আরও পড়ুন: এক দশক পর ফের একসঙ্গে স্বস্তিকা-পাওলি! ডার্ক কমেডি ছবিতে থাকছেন আর কারা?
Mrs - Zee5: ২০২১ সালের হিট মারালাম সিনেমা দ্যা গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক হতে চলেছে এই সিনেমাটি। এই সিনেমায় সানিয়া মালহোত্রা অভিনয় করেছেন একজন গৃহবধুর চরিত্রে, যার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায় বিয়ের পর। স্বামী দিবাকর একজন নামী ডক্টর, যে ভূমিকায় অভিনয় করেছেন নিশান্ত দাহিয়া। গৃহবধূ থেকে একজন মেয়ের নিজের স্বপ্ন পূরণ করার গল্প নিয়েই তৈরি করা হয়েছে সিনেমাটি। এই অসাধারণ গল্পটি দেখতে পাবেন ৭ ফেব্রুয়ারি থেকে।
The Greatest Rivalry: India vs Pakistan - Netflix: ভারত পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে চলা দ্বন্দ্বের কিছু চিত্র এই সিনেমায় তুলে ধরা হয়েছে। সিনেমাটি একটি ডকুমেন্টারি সিরিজ। ৯০ দশকের পাকিস্তান এবং ভারত টিমের বিখ্যাত কিছু ক্রিকেটারদের খেলা এবং খেলার পিছনের গল্প তুলে ধরা হয়েছে সিনেমার মধ্যে।
The Mehta Boys - Prime Video: একজন বাবা এবং ছেলের মধ্যে চলা দ্বন্দ্ব, রাগ এবং অভিমানের একটি অসম্ভব সুন্দর গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমার হাত ধরে। ইতিমধ্যে এই সিনেমাটি একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বোমান ইরানি পরিচালিত এটি প্রথম সিনেমা হতে চলেছে। সিনেমায় বাবা এবং ছেলের ভূমিকা অভিনয় করেছেন যথাক্রমে বোমান ইরানি এবং অবিনাশ তিওয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে এটি স্ট্রিমিং হবে ডিজিটাল প্ল্যাটফর্মে।
Kinda Pregnant - Netflix: সিনেমায় একজন ইংরেজি শিক্ষিকা যিনি তাঁর বন্ধুদের কাছে নিজেকে গর্ভবতী বলেন। প্রথমে ব্যাপারটি মজা হিসাবে শুরু হলেও পরে সম্পূর্ণ ঘটনাটি জটিল আকার ধারণ করে। গত ৫ ফেব্রুয়ারি থেকে সিনেমাটি দেখানো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে।
আরও পড়ুন: পান বিক্রি করে চলে সংসার! শুভজিৎ-কে বুকে জড়িয়ে হাউহাউ করে কান্না মায়ের, গানে সঙ্গত বাবার
আরও পড়ুন: চা- কফি মিলিয়ে সারাদিনে মাত্র ১ লিটার জল খেয়েছি, কার্বস বাদ দিয়েছিলাম, যেকারণে…: প্রতীক গান্ধী
Love You To Death - Apple TV+: এই সিনেমায় একজন ক্যানসার আক্রান্ত রোগীকে দেখানো হয়েছে, অন্যদিকে একজন অপ্রত্যাশিতভাবে গর্ভবতী হয়েছেন। এই দুটি মানুষের একে অপরের প্রতি ভালবাসা, অস্তিত্বের সংকট, মৃত্যুর আগের স্বীকারোক্তি গোটা সিনেমাটিকে অন্য একটি রূপ দিয়েছে। সিনেমাটি গত ৫ ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং হচ্ছে।