রবিবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত হল দ্বিতীয় ওটিটি প্লে অ্যাওয়ার্ডস। ভারতের নানা রাজ্যের শিল্পীরা উপস্থিত ছিলেন একমঞ্চে। সারা বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মে (ছব ও ওয়েব সিরিজ মিলিয়ে) ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে। ভাষা নির্বিশেষে পুরস্কৃত হলেন তারকারা। বলিউড থেকে টলিউড, দক্ষিণী তারকাদেরও দেখা গেল এদিনের আসরে। এদিন বাংলার মুখ উজ্জ্বল করলেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন বুম্বাদা। জুবিলি সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মান উঠল তাঁর হাতে। জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেতা কার্তিক আরিয়ান। অনুষ্ঠনে হাজির ছিলেন কাজল, রবিনা টন্ডন, নওয়াজউদ্দিন সিদ্দিকি, চিত্রাঙ্গদা সিং, রাজ কুমার রাও-সহ বলিউডের একঝাঁক তারকা।
আর কাদের হাতে উঠল সম্মান। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা-
সেরা অভিনেতা (পপুলার চয়েজ)- কার্তিক আরিয়ান (ফ্রেডি)
সেরা অভিনেতা (ওয়েব সিরিজ)- জিম সর্ব (রকেট বয়েজ ২)
সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ)- সবিতা ধুলিপালা (দ্য নাইট ম্যানেজার এবং মেড ইন হেভেন)
সেরা অভিনেত্রী (ছবি)- সানিয়া মালহোত্রা (কাঁঠাল) এবং ঐশ্বর্য লক্ষ্মী (আম্মু)
ওটিটি পারফরমার অফ দ্য ইয়ার (মহিলা)- অদিতি রাও হায়দারি (তাজ: ডিভাইড অ্যান্ড রুল এবং জুবিলি)
ওটিটি-র সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতা- রাণা দগ্গুবতি (রাণা নাইডু)
সেরা পরিচালক (ওয়েব সিরিজ)- রাজ ও ডিকে (ফরজি) এবং পবন সাদিনেনি (দয়া)
সেরা খল-নায়িকা (ওয়েব সিরিজ) - দর্শনা রাজেন্দ্রন (পুরুষা প্রেথাম)
সেরা খল-নায়ক(ওয়েব সিরিজ) - ঋষি (শয়তান)
ব্রেকিং দ্য মোল্ড অ্যাওয়ার্ড- অপারশক্তি খুরানা (জুবিলি)
সেরা ডেবিউ (অভিনেত্রী, সিরিজ)- কাজল (দ্য ট্রায়াল)
সেরা ডেবিউ (অভনেতা, ফিল্ম)- বাবিল খান (কলা)
সেরা অভিনেতা (পপুলার চয়েজ, সিরিজ)- অনিল কাপুর, (দ্য নাইট ম্যানেজার)
সেরা বাস্তবধর্মী সিরিজ- স্কুপ (নেটফ্লিক্স)
এদিন ওটিটিট অ্যাওয়ার্ডের মঞ্চে স্মরণ করা হয় প্রয়াত অভিনেতা ম্যাথিউ পেরি-কে। টিভি সিরিজ ফ্রেন্ডস দিয়ে বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছিলেন ম্যাথিউ । মাত্র ৫৪ বছর বয়সে অকালে চলে গেলেন ‘ফ্রেন্ডস’ তারকা। শোকস্তব্ধ বিনো-দুনিয়া।
অন্যদিকে কেরিয়ারে তিন দশক পার করে ফেলা কাজল এদিন ডেবিউ পুরস্কার পেলেন। ‘দ্য ট্রায়াল’-এর সঙ্গেই প্রকৃত অর্থে ওটিটি সফর শুরু হয়েছে তাঁর। সেই সিরিজের জন্যই সম্মানিত অজয় ঘরণী।
এদিন রেড কার্পেটে ছিল গ্ল্যামারের ছটা। সোনালি শাড়িতে তাক লাগালেন সবিতা। আলিফা এফ-এর দেখা মিলল শরীর চাপা লাল গাউনে, সুরু ফিতের রুপোলি গাউনে ঝলমল করলেন চিত্রাঙ্গদা। সব মিলিয়ে তারকার মেলায় ঝলমলে ছিল রবিবারের রাত।