তিনি কোনও নেপকিড নন, আঞ্চলিক ভাষার ছবি দিয়েই কাজ শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে বলিউডের সিংহ ভাগ ছবির অন্যতম প্রধান মুখ তিনি। বি-টাউনে তাঁর নেই কোনও গড ফাদার। তাও একের পর এক হিট উপহার দিয়েছেন নায়িকা। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়াদের মতো অভিনেত্রীদের বলে বলে গোল দিয়েছেন তিনি। বর্তমানে তাঁর ছবি রমরমিয় ব্যবসা করছে। ইদে সলমনের সঙ্গে বড় পর্দায় নজর কাড়তে চলেছেন তিনি। আন্দাজ করতে পারছেন কে এই নায়িকা?
হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি রশ্মিকা মন্দন্না। ‘অ্যানিম্যাল’ থেকে ‘পুষ্পা ২: দ্য রুল’। বর্তমানে তাঁর ‘ছাবা’ চলতি বছরের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি। গত ১৬ মাসে, রশ্মিকার তিনটি সিনেমা প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার হিট হয়েছে। সব মিলিয়ে ১৬ মাসে করা তাই নানা ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩০০ কোটিরও বেশি আয় করেছে। যার মধ্যে 'ছাবা' ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকা আয় করেছে। এখনও প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। ফলে আয় যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। অন্যদিকে, ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণ ভারতীয় মুদ্রায় ৮১২ কোটি টাকা আয় করেছে। 'অ্যানিম্যাল'-এর আয় প্রায় ৫০৩ কোটি টাকা। তাছাড়াও আরও বেশ কিছু হিন্দি ছবিতে তিনি কাজ করেছেন, তাছাড়াও বেশ কিছু দক্ষিণী ছবিতেও তিনি ছিলেন, যেগুলির হিন্দি সংস্করণ বেশ ভালো ব্যবসা করেছে।
আরও পড়ুন: ন্যাড়া মাথায় পরম, চোখে চশমা পরা উদ্বিগ্ন কৌশানী! প্রকাশ্যে সৃজিতের 'কিলবিল সোসাইটি'র ফার্স্ট লুক
প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসার পর থেকে বলিউডের রাজ চলত দীপিকা পাড়ুকোনের। তাছাড়াও ছিলেন ক্যাটরিনা কাইফ ও কঙ্গনা রানাওয়াতরা। পরবর্তী প্রজন্মের মধ্যে নজর কেড়েছিলেন আলিয়া ভাট। কিন্তু এই তারকাদের কেউই গত দুই বছরে রশ্মিকার সঙ্গে বক্স অফিসে সেভাবে টক্কর দিতে পারেননি। ২০২৩ সাল থেকে দীপিকা তার পাঁচটি ছবি হিন্দিতে ১৮০০ কোটি টাকারও বেশি আয় করে কাছাকাছি পৌঁছে ছিলেন। আলিয়ার ছবি ভারতে ৩০০ কোটি টাকা আয় করেছিল।
আরও পড়ুন: ‘এটা গেয়েই ৫০ হাজার ভোট বেশি পেয়েছি…’! অনুপম রায়ের কোন গান বদলায় মদনের কপাল?
কাজের সূত্রে, এরপর সলমন খানের বিপরীতে ‘সিকান্দার’ ছবিতে নায়িকাকে দেখা যাবে। তাছাড়াও ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ম্যাডকের হরর-কমেডি ‘থামা’ এবং প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমা ‘কুবের’।