বাংলা নিউজ > বায়োস্কোপ > Sanjay Chouhan passes away: দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগেছিলেন, প্রয়াত 'পান সিং তোমর'-এর লেখক সঞ্জয় চৌহান

Sanjay Chouhan passes away: দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগেছিলেন, প্রয়াত 'পান সিং তোমর'-এর লেখক সঞ্জয় চৌহান

'পান সিং তোমর'-এর লেখক সঞ্জয় চৌহান প্রয়াত

Paan Singh Tomar’s writer Sanjay Chouhan passes away: বলিউডের নামী লেখক সঞ্জয় চৌহান। 'পান সিং তোমার' ছাড়াও সঞ্জয় চৌহান অনেক ছবিতে কাজ করেছেন। গত ১২ জানুয়ারি মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক।

বিনোদন জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত 'পান সিং তোমর' ছবির লেখক সঞ্জয় চৌহান। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ১২ জানুয়ারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক।

বলিউডের নামী লেখক সঞ্জয় চৌহান। 'পান সিং তোমার' ছাড়াও সঞ্জয় চৌহান অনেক ছবিতে কাজ করেছেন। সমালোচকদের কাছে তাঁর কাজ প্রচুর প্রশংসিত হয়েছে। 'সাহেব বিবি গ্যাংস্টার', 'আই অ্যাম কালাম', 'ম্যায় গান্ধী কো নাহি মারা' এবং 'ধূপ'-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন। 'আই অ্যাম কালাম' (২০১১) ছবির ‘সেরা গল্পে’র জন্য ফিল্মফেয়ারে পুরস্কৃত হয়েছিলেন লেখক।

আরও পড়ুন: পরেশ রাওয়ালকে কষিয়ে চড় মারলেন কার্তিক, প্রকাশ্যে ‘শেহজাদা’র ট্রেলার

সঞ্জয় চৌহানের জন্ম এবং বেড়ে ওঠা ভোপালে। তাঁর বাবা ভারতীয় রেলে কর্মরত ছিলেন, মা ছিলেন স্কুল শিক্ষক। দিল্লিতে সাংবাদিকতা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সোনি টেলিভিশনের জন্য অপরাধ-ভিত্তিক টিভি সিরিজ ‘ভানওয়ার’ লেখার পর ১৯৯০ সালে মুম্বইয়ে চলে যান। সুধীর মিশ্রের ২০০৩ সালের বিখ্যাত সিনেমা ‘হাজারোঁ খোয়াইশেন অ্যাসি’-এর সংলাপ তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কাজের মধ্যে গণ্য করা হয়।

প্রয়াত লেখক তাঁর স্ত্রী সরিতা এবং মেয়ে সারাকে রেখে গিয়েছেন। ১৩ জানুয়ারি দুপুর ১২.৩০টায় মুম্বইয়ের ওশিওয়ারা শ্মশানে চৌহানের শেষকৃত্য। লেখকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের অনেকে।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন