পাতাল লোকের পরিচালক সুদীপ শর্মা সম্প্রতি মূলধারার ছবিতে হিংস্রতাকে কীভাবে বড় করে দেখানো হয় সেই প্রসঙ্গে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। এই আলোচনা প্রসঙ্গে উঠে এসেছে রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি 'অ্যানিম্যাল'-এর কথা। এই ছবি নিয়ে পরিচালক যথেষ্ট সমালোচনাও করেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের চিত্রায়ন দেখে তিনি বেশ বিরক্ত। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি একটি দৃশ্যের কথাও বলেন। যেখানে ছবির নায়ককে একটি হোটেলে অস্ত্র হাতে ঢুকতে যায়। তারপর সে অসংখ্য মানুষকে হত্যা করে, আর সেখানে পুলিশের কোনও ভূমিকাই থাকে না।
ওটিটি প্লে কে দেওয়া এক সাক্ষাৎকারে লেখক, পরিচালক সুদীপ শর্মা বলেন, ‘মূলধারার ছবিতে হিংস্রতাকে এত বেশি করে দেখানো হয় যে, ওগুলো দেখে আমি ভীষণ বিব্রত হই।’
আরও পড়ুন: যিশুর সঙ্গে ডিভোর্সের গুঞ্জন, ‘স্মৃতি নিয়ে থাকব’, কার প্রসঙ্গে বললেন নীলাঞ্জনা?
তাঁর মতে, যখন কোনও কারণ ছাড়াই হিংসা দেখানো হয়, তখন তা আরও বেশি সমস্যার হয়ে দাঁড়ায়। তিনি তুলে ধরেন যে বাস্তব জীবনের হিংসা মানসিক ভাবে প্রচন্ড প্রভাব ফেলে। অ্যানিম্যাল প্রসঙ্গে তিনি বলেন, ‘এক ব্যক্তি একটি হোটেলে বন্দুক নিয়ে ঢুকে ১৫০ জনকে মেরে ফেলল, আর কেউ জিজ্ঞাসাও করল না পুলিশ কোথায়? এ নিয়ে কেউ কথা বলছে না কেন?’ তিনি প্রশ্ন তোলেন, ‘কেন এই ধরনের কাজকে বড় করে দেখানো হবে? বা এই ধরনের চরিত্রকে নায়ক হিসেবে দেখানো হবে?’
আরও পড়ুন: 'গরম লাগছে...' গা দিয়ে খসে পড়ছে ব্রা! বোল্ড অবতারে ধরা দিতেই সোনালির রূপে মুগ্ধ নেটপাড়া
সুদীপ শর্মা ব্যাখ্যা করেছেন যে তাঁর কাছে হিংসা কখনওই একটা ছবির একমাত্র কেন্দ্রবিন্দু হতে পারে না। তিনি জানান যে, ‘NH10’- এ, হিংসাকে মহিমান্বিত করা তাঁর উদ্দেশ্য ছিল না, সেখানে দেখানো হয়েছিল যে কীভাবে বিদ্বেষ হিংসার জন্ম দেয়, আর তারপর অনিবার্য পরিণতি ডেকে আনে। তিনি ‘পাতাল লোক’ সম্পর্কেও একই রকম দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছে।
আরও পড়ুন: ১৪ বছর পার! আসছে জিন্দেগি না মিলেগি দোবারা-র সিক্যুয়েল? নয়া ভিডিয়োয় বড় ইঙ্গিত হৃতিক-ফারহানদের
তবে তাঁর পরিচালিত 'পাতাল লোক'-এও হিংসার অনেক নজির রয়েছে। এই প্রসঙ্গে তিনি জানান, ‘পাতাল লোক’-এ হিংসাকে ওইভাবে দেখানো হয়নি। যদি কোনও চরিত্র বিপথে চালিত হয়, তবে তার পিছনে একটা সঠিক কারণও দেখানো হয়েছে। শুধু তাই নয় চরিত্রগুলির একটা মানবিক দিকও তুলে ধরা হয়েছে।