‘হইচই’ সিজন ৬-এ আসছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ। মঙ্গলবার সন্ধেয় তিলোত্তমার পাঁচতারা হোটেলে হাজির হয়েছিলেন টলিউডের একাংশ। তারকাখচিত সন্ধায় মহাসমারোহে একগুচ্ছ নতুন সিরিজের ঘোষণা করা হয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর তরফে।
ঘোষণা হয়েছে ‘ইন্দু ২’-এর। এই সিরিজের গল্প লিখেছেন সাহানা দত্ত। নতুন বিয়ে এবং রহস্যে জালে মোড়া বাড়ি ঘিরেই এগোবে এই সিরিজের গল্প। ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ওয়েব সিরিজের।
আরও পড়ুন: ২৫টি নতুন সিরিজের ঘোষণা হইচই-এর, OTT-তে পা রাখবেন রাজ, অরিন্দম, শুভশ্রীও
সেখানেই ঘোষণা হয়েছে জনপ্রিয় সিরিজ 'হ্য়ালো, রিমেম্বার মি'-র সিক্যুয়ালের। নতুন এই সিরিজে জুটিতে দেখা যাবে ইশা সাহা এবং পায়েল সরকারকে। সিরিজের গল্প লিখেছেন সাহানা দত্ত। পরিচালনা করছেন অভিমুন্য মুখোপাধ্যায়। নতুন সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌরভ চক্রবর্তী। সিরিজের পরতে পরতে রয়েছে প্রেমের আঁচ। তবে এ প্রেম ছকভাঙা, দুই নারীর মধ্যেকার।
আরও পড়ুন: তোমাদের থেকে ছোট-বড় চাইলে কোথায় যাবে?, ছেলেদের প্রশ্ন 'ডবল XL' সোনাক্ষী, হুমার
বেশ কিছু নামী ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনেরও ঘোষণা হয়েছে হইচই-তে। সিনে প্রেমীদের জন্য এর থেকে ভালো খবর আর কী হতে পারে।