২০২৫ সালের পদ্মভূষণ পুরস্কারের তালিকা প্রকাশিত হয়েছে শনিবার অর্থাৎ ২৫ জানুয়ারি। এই তালিকায় রয়েছেন গায়ক থেকে ক্রিকেটার সকলেই। বাংলার ছেলে অরিজিৎ সিং থেকে অভিনেত্রী মমতা শঙ্কর-রা রয়েছেন তালিকায়। পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছেন এই দক্ষিণী তারকাও। তিনি হলেন অজিত কুমার।
পুরস্কারের কথা ঘোষণা হওয়ার পর একটি ধন্যবাদ নোট শেয়ার করেছেন অজিত। তিনি একদিকে যেমন বাবার না থাকার দুঃখ প্রকাশ করেছেন তেমন পুরস্কারটি পাওয়া নিয়েও আনন্দ প্রকাশ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকার, সিনেমা, মোটর রেসিং, খেলাধুলা এবং রাইফেল শুটিংয়ের সকল সদস্যকে।
অজিত তাঁর নোটে লিখেছেন, ‘ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই সম্মান পেয়ে আমি ভীষণভাবে সম্মানিত। ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এই ধরনের একটি বিশেষ পুরস্কার পাওয়া সত্যি ভাগ্যের।’
আরও পড়ুন: ‘জানি না আদৌ এই সম্মানের যোগ্য কি না…’! পদ্মশ্রী পেয়ে আনন্দে অভিভূত মমতা শঙ্কর
আরও পড়ুন: পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং, মমতা শঙ্কর! বিনোদন জগত থেকে আর কারা ২০২৫ সালের পদ্ম-প্রাপকের তালিকায়
অজিত আরও লেখেন, ‘আমি মনে করি এই স্বীকৃতি শুধুমাত্র আমার ব্যক্তিগত স্বীকৃতি নয়, এটি অনেকের সম্মিলিত প্রচেষ্টা এবং সমর্থনের প্রমাণ। চলচ্চিত্র শিল্পের সমস্ত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই আমি। আমার দীর্ঘযাত্রায় যে সিনিয়র, সহকর্মী, মেন্টররা আমাকে সাহায্য করেছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।’
তিনি আরও লেখেন, ‘আমি দীর্ঘদিন ধরে মোটর রেসিং, রাইফেল শুটিং এই সমস্ত ক্রীড়ার সঙ্গে যুক্ত। আমায় সমস্ত রকম সহযোগিতা এবং খেলাধুলায় উৎসাহিত করার জন্য আমি ধন্যবাদ জানাই মাদ্রাজ মোটর স্পোর্টস ক্লাব, ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া, ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এবং চেন্নাই রাইফেল ক্লাবকে।’
পিতার উদ্দেশ্যে অভিনেতা বলেন, ‘আমার বাবা যদি আজ এই দিনটি দেখতেন তাহলে গর্বিত হতেন। তিনি আজ নেই তবু আমি মনে করি আজ তিনি আমার জন্য অবশ্যই গর্বিত। তিনি যেখানে আছেন, সেখান থেকেই তিনি আমার জন্য গর্ব করবেন। আমি আমার মাকে তাঁর নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগের জন্য ধন্যবাদ জানাই। বাবা-মা ছাড়া এই পুরস্কার পাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল।’
আরও পড়ুন: ইসলামের টানে ছাড়েন অভিনয়, ৫-১০টা বাচ্চা চান সানা! ছেলের বয়স ২০ দিন হতেই করলেন বড় ঘোষণা
আরও পড়ুন: ‘ঘর কি মুরগি ডাল বরাবর…’! বাবা নন, সিনেমা নিয়ে আলোচনা কার সঙ্গে করেন আমির-পুত্র
স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার সহধর্মিনীর কাছে চিরকাল কৃতজ্ঞ। সমস্ত কঠিন সময় তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। আমাকে অনুপ্রাণিত করেছেন, কীভাবে আমি ভালো কাজ করব তার জন্য সবসময় চেষ্টা করেছেন। তবে যাদের ধন্যবাদ না জানালেই নয় তারা হলেন আমার অনুরাগী ও সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী। এই পুরস্কার যতটা আমার, ততটা আপনাদের সবার।’
প্রসঙ্গত, অজিত কুমার অভিনীত ও পরিচালিত মাগিজ থিরুমেনির বিদায়মুয়ার্চি আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এছাড়া আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে অভিনেতার সিনেমা গুড ব্যাড আগলি। এছাড়াও সম্প্রতি দুবাইয়ে 24H রেসিং ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন অভিনেতা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্তুগালের একটি আন্তর্জাতিক রেস ইভেন্টে অংশগ্রহণ করবেন তিনি।