চলে গেলেন পদ্মভূষণ প্রাপক গায়িকা সারদা সিনহা। ছট পুজোর গানের জন্য তিনি দারুণ জনপ্রিয় ছিলেন। তাঁর গান ছাড়া এই উৎসব কল্পনাই করা যেত না। কিন্তু এবারের সেই উৎসবের ঠিক মুখেই না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি।
আরও পড়ুন: কলকাতার কবরস্থানে ভুল ভুলাইয়া ৩ এর শ্যুটিং করতে গিয়ে সত্যিই ভূতের খপ্পরে পড়েন কার্তিক! বললেন...
প্রয়াত সারদা সিনহা
গত ২৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সারদা সিনহা। দিল্লির AIIMS এ চিকিৎসা চলছিল তাঁর। এদিন তাঁর মৃত্যুর খবর তাঁর ছেলে অংশুমান সিনহা নিশ্চিত করেন। ইনস্টাগ্রাম দেন এই দুঃসংবাদ। মায়ের একটি ছবি পোস্ট করে এদিন অংশুমান লেখেন, 'তোমার প্রার্থনা এবং ভালোবাসা আমাদের সঙ্গে সবসময় থাকবে মা। ছটি মাইয়া ওকে নিজের কাছে ডেকে নিলেন। এই নশ্বর পৃথিবীতে উনি আর নেই আমাদের সঙ্গে।'
কী হয়েছিল তাঁর?
২৬ অক্টোবর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দিল্লির AIIMS এ ভর্তি করানো হয়। সেখানেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বর্ষীয়ান গায়িকা দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আর সেই কারণেই নতুন করে কিছু জটিলতা তৈরি হয়েছিল বলে জানা যায় সেই সময়ে। তিনি উল্লিখিত হাসপতালের অঙ্কোলজি বিভাগের আন্ডারে ICU বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলন। সারদা সিনহার ২০১৭ সালে মাল্টিপল মায়েলোমা ধরা পড়ে, এটি এক ধরনের ক্যানসার যা আমাদের বোন ম্যারোকে এফেক্ট করে।
সারদা সিনহা তাঁর স্বামী ব্রজ কিশোর সিনহাকে কিছুদিন আগেই হারিয়েছেন। তিনি পড়ে হয়ে মাথায় চোট পান, সেই থেকেই ব্রেন হ্যামারেজ হয়ে মৃত্যু হয় তাঁর। চলতি বছরের শুরুর দিকে তাঁরা তাঁদের ৫৪ তম বিবাহবার্ষিকী পালন করেছিলেন।
প্রসঙ্গত বিহারের অন্যতম খ্যাতনামা গায়িকা ছিলেন সারদা সিনহা। তিনি মৈথিলী, ভোজপুরি, মগধী ভাষায় একাধিক গান গেয়েছেন। তাঁর গাওয়া ছট পুজোর গান দারুণ জনপ্রিয়। এছাড়াও তিনি ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন সহ একাধিক ছবিতে প্লেব্যাক করেছেন।