২০১৭ সালে শাহরুখ খানের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। ‘হামসফর’ ড্রামার সুবাদে ভারতে মাহিরার জনপ্রিয়তা সেইসময় তুঙ্গে। এই পাক সুন্দরীকে শাহরুখের পাশে দেখে দারুণ খুশি হয়েছিল এলওসি-র এপারের ভক্তরা।
শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয় মাহিরার কাছে ছিল ফ্যানগার্ল মোমেন্ট। এই ছবির সেটে অনেক স্মৃতি তৈরি করেছিলেন মাহিরা, যা তিনি তার হৃদয়ের কাছাকাছি রাখেন। সম্প্রতি অভিনেত্রী স্বীকার করেছেন যে শাহরুখ তাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ দিয়েছিলেন তা আজও ভোলেননি তিনি।
এক্স-এ সম্প্রতি অনুরাগীদের সঙ্গে আলাপচারিতা সারছিলেন মাহিরা। চ্যাট সেশনের সময় মাহিরা নস্টালজিক হয়ে পড়েন এবং শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার দিকে ফিরে তাকান। শাহরুখের কাছ থেকে মাহিরা কী শিখেছেন? এক ভক্ত এই প্রশ্নের জবাব জানতে চায়। মাহিরা এক লাইনে উত্তর দেন। তিনি লেখেন, ‘সুখকে (জীবনে আসার) একটি সুযোগ দিন বেবি’।
শাহরুখের নায়িকার এই জবাবে মুগ্ধ সকলে। কমেন্ট বক্সে অনেকেই রইসের জনপ্রিয় গান জালিমার সূত্র টেনে লিখেছেন, 'আমার জামলিমা', কেউ লেখেন, ‘লাভ ইউ জালিমা’।
২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে 'রইস' ছবিতে বলিউডে অভিষেক হয় মাহিরার। অ্যাকশন ছবিটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। এতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিও। ছবিটি ইতিবাচক সাড়া ফেলেছিল এবং বক্স অফিসেও ভাল ব্যবসা করেছিল। তবে সেই সময় উরি হামলার জেরে ভারত-পাক সম্পর্কের অবনতি ঘটে। বলিউডের পাক শিল্পীদের কাজ করা নিয়ে জটিলতা তৈরি হয়। ব্যাপক বিরোধের জেরে এই ছবির প্রচারে ভারতে আসতে পারেননি মাহিরা।
কিছুদিন আগে, এফডাব্লুএইচওয়াই পডকাস্টে মাহিরা বলেছিলেন- তিনি তার মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াইয়ের মুখোমুখি হতে শিখেছিলেন রইসের সাথে বলিউডে পা রাখার পর। সেই সময় অভিনেতা রণবীর কাপুরের সাথে তার ধূমপানের ছবি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল।
মহিরা বলেন, 'আমি ছবিটি (রইস) শেষ করেছিলাম এবং সবকিছু ঠিকঠাক চলছিল এবং তারপরে হঠাৎ এই হামলা (উরি হামলা) ঘটে। রাজনৈতিকভাবে সবকিছু এলোমেলো হয়ে যায়। ভারতের সঙ্গে এটা সবসময়ই রাজনৈতিক। কিন্তু ব্যাপারটা যে এত অগোছালো হয়ে যেতে পারে! আমি ভয় পাইনি, কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়েছে। ক্রমাগত টুইটে লাগাতার হুমকি পেতাম। আমি শুধু এটাই চেয়েছিলাম যে, ‘ঠিক আছে ঠিক আছে, আমি ভারতে গিয়ে সিনেমাটির (রইস) প্রচারণা চালাতে পারব না, কিন্তু আমি আশা করি এটি আমার দেশেই মুক্তি পাবে কারণ আমি জানতাম মানুষ এটি দেখতে ছুটে আসবে কারণ শাহরুখকে এখানকার (পাকিস্তান) মানুষ ভালোবাসেন’। যদিও মাহিরার এই স্বপ্নপূরণ হয়নি।
প্রসঙ্গত, খুব শীঘ্রই হামসফর জুটি মাহিরা ও ফাওয়াদ খানের ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’ ছবিটি ভারতে মুক্তি পাবে। ২ বছর আগে পাকিস্তান-সহ সারা বিশ্বে মুক্তি পেয়েছিল এই ছবি। বিলাল লাশারি পরিচালিত ছবিটি ভারতে মুক্তি পাবে ২ অক্টোবর। পরিচালক এবং মাহিরা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলগুলিতে আপডেটটি শেয়ার করেছেন। প্রায় দশ বছর পর ভারতবাসী কোনও পাক ছবি দেখার সুযোগ পাবে। প্রসঙ্গত এর আগে মাহিরার ‘বোল’, ‘বিন রোয়ে’-র মতো পাক ছবি ভারতে মুক্তি পেয়েছে।