দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর চর্চিত সম্পর্কের জেরে দিন কয়েক আগেই সংবাদ শিরোনামে এসেছিলেন পাক অভিনেত্রী মেহউইশ হায়াত (Mehwish Hayat)। সম্প্রতি নিজের স্বাধীনতা দিবসের পোস্টের জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন এই পাকিস্তানি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেই ট্রোলারদের কড়া জবাব দিলেন ‘দিল লাগি’ খ্যাত এই নায়িকা।
মেহউইশের পোস্টে দেখা গিয়েছিল সাদা রঙা কুর্তা পরে বাঁ হাতে পাকিস্তানের জাতীয় পতাকা ধরে রয়েছেন তিনি। সেখানে তাঁর বক্তব্য ছিল শুধু হাতে পতাকা উঁচু করে ধরলেই হবে না, মন থেকে দেশকে শ্রদ্ধা ও সম্মান জানাতে হবে, এবং দেশের উন্নতি ও সংহতির লক্ষ্যে মহম্মদ আলি জিন্না-র দেখানো পথে চলতে হবে।
অথচ মেহউইশের এই পোস্টে তাঁর অন্তর্বাসের রঙ নিয়ে কু-মন্তব্য করেন নেটিজেনদের একটা বড় অংশ। ইনস্টাগ্রামেই সেই কটূক্তির পালটা জবাব দেন অভিনেত্রী। তিনি নিজের ওই পোস্ট ইনস্টা স্টোরিতে পোস্ট করে লেখেন, ‘আমার এই পোস্টের কমেন্টবক্সের কিছু মন্তব্য আমাকে পীড়িত করেছে ৷ বিকৃতকামীরা আমার ব্রা কী রঙের তা নিয়ে তর্ক করেছে ৷ এর থেকেই বোঝা যায় তারা কতটা অসুস্থ এবং মানসিকভাবে তারা কতটা নীচ! কালো, ধূসর অথবা সবুজ, যা-ই হোক না কেন, এটা তোমাদের ভাববার বিষয় নয়’।

এখানেই থেমে থাকেননি মেহউইশ। তিনি আরও বলেন, 'আমার মনে হয় সমাজে আরও অনেক জরুরি বিষয় রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করাটা দরকার, সেখানে নিজেদের এনার্জিগুলো খরচ করটা মঙ্গলজনক'।
‘অ্যাক্টর ইন ল’, ‘পঞ্জাব নেহি জাউঙ্গি’, ‘লোড ওয়েডিং’-এর মতো ছবিতে অভিনয় করেছেন মেহউইশ। সবে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কাজ পাকিস্তানি ড্রামা সিরিজ ‘দিল লাগি’।