২৩ জানুয়ারি খান্ডালার বাগানবাড়িতে সাতপাকে বাঁধা পড়েন সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টি আর ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল। আথিয়া-রাহুলের বিয়ে নিয়ে এদেশে কিছু কম চর্চা হয়নি। এখনও তাঁরা চর্চার মধ্যেই রয়েছেন। আথিয়া-রাহুলের বিয়ে, বিয়েতে পাওয়া উপহার এখন প্রতিবেশী পাকিস্তানেও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিয়ের সঙ্গে পাকিস্তানি টিভি চ্যানেলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সলমন খানের বিয়ে!
অবাক হচ্ছেন তো? সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দুই সঞ্চলককে আথিয়া-রাহুলের বিয়ে নিয়ে আলোচনা করছেন। দুজনেই এই বিয়েতে পাওয়া বহুমূল্যের উপহারের কথা শুনে হতবাক। যদিও তাঁর সেই সমস্ত উপহারের দাম নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল তথ্য দিয়েছেন। তাঁদের বলতে শোনা যাচ্ছে, যে সলমন খান নিজে বিয়ে করেননি, আদৌ কখনও করবেন কিনা জানা নেই, অথচ বিয়েতে দামি উপহার পাঠিয়েছেন। শোনা যাচ্ছে সলমন নাকি নব দম্পতিকে ১.৬৪ কোটি টাকার অডি গাড়ি উপহার দিয়েছেন। পাক সঞ্চলকদের বলতে শোনা যায়, আমাদের যে যেমন উপহার দেন, তেমন উপহারই ফেরত দিয়ে দেওয়া হয়। এদের তো আবার দেখা হবে কিনা সেটারই নিশ্চয়তা নেই।
এখানেই শেষ নয় খবরে পাক সঞ্চলকদের বলতে শোনা যাচ্ছে, সুনীল শেট্টি মেয়েকে বিয়েতে ৫০ কোটির ফ্ল্যাট দিয়েছেন। জ্যাকি শ্রফ দিয়েছেন ৩০ লক্ষ টাকার ঘড়ি। অর্জুন কাপুর দিয়েছেন দেড় কোটি টাকার ব্রেসলেট। মহেন্দ্র সিং ধোনি দিয়েছেন ৮০ লক্ষ টাকার বাইক। বিরাট কোহলি দিয়েছেন ২.১৭ কোটি টাকার বিএমডাব্লিউ গাড়ি। যদিও আগেও মেয়ের বিয়েেতে পাওয়া উপহর নিয়ে ভুল তথ্য রটানো হচ্ছে বলে আগেই জানিয়েছেন সুনীল শেট্টি। এদিকে বিয়ের অনুষ্ঠানের পর আপাতত এমাসেই মুম্বইয়ে হওয়ার কথা আথিয়া-রাহুলের রিসেপশন পার্টি।