মিনাহিল মালিককে নিয়ে পাকিস্তানে ব্যাপক শোরগোল। শুধু পাকিস্তানে কেন, সীমানা ছাড়িয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে এই সেলেবকে নিয়ে। কে তিনি? মিনাহিল মালিক, পকিস্তানের তাবড় টিকটক স্টার। সদ্য তাঁর এক ভিডিয়ো লিক কাণ্ডে তিনি খবরের শিরোনাম কাড়তে শুরু করেছেন। শুধু তাই নয়, সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ড করছেন।
কী ঘটেছে?
সদ্য সোশ্যাল মিডিয়ায় মিনাহিল মালিকের একটি অশ্লীল গোপন ভিডিয়ো ফাঁস হয়। সপ্তাহের শুরুতেই তা লিক হয়ে সোশ্যাল মিডিয়ায় আসে। যদিও মিনাহিলের দাবি, এই ভিডিয়ো ফেক। তিনি জানিয়েছেন, কাটাছেঁড়া করে ওই ভিডিয়ো বানানো হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, মিনাহিল মালিক এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে হইচই শুরু হয়।
এদিকে, এমন ভিডিয়ো সামনে আসতেই মিনাহিল মালিককে ব্যাপক ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে। অনলাইনে তাঁকে নিয়ে বহু সমালোচনা হতে থাকে। এদিকে, ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রেন্ডিং স্টার। তিনি জনতার উদ্দেশে জানিয়েছেন যে, যে ভিডিয়ো আসছে অনলাইনে তা ভুয়ো। শুধু তাই নয়, ওই ভিডিয়ো নিয়ে পাকিস্তানের ফেডারাল এজেন্সির কাছে গিয়ে অভিযোগও জানিয়েছেন বলে দাবি করেন মিনাহিল। মিনাহিলের দাবি, ওই ভিডিয়ো কাটাছেঁড়া করে বানানো। তিনি জানান, তাঁর পরিবার ও তিনি এই ঘটনা ঘিরে অবসাদের শিকার হয়েছেন। ঘটনা ঘিরে তিনি অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
( Newborn amid Cyclone dana: সাইক্লোন ‘দানা’র তাণ্ডবের মাঝে ১৬০০ শিশু ভূমিষ্ঠ হল ওড়িশায়)
রশ্মিকা, মৃণালরা ডিপ ফেক ভিডিয়োর কবলে পড়েছিলেন
এদিকে, ভারতে কয়েক মাস আগে তাবড় বলি তারকা রশ্মিকা মদন্না ও মৃণাল ঠাকুরের মতো অভিনেত্রীরা এআই দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিয়োর কবলে পড়েন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে রশ্মিকা মান্দান্নার বেশ কয়েকজন বন্ধু ও সহকর্মী অভিনেতাকে সমর্থন করতে এগিয়ে আসেন। মৃণাল ঠাকুর এবং চিন্ময়ী শ্রীপাদাও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার নিয়ে কথা বলেছেন। চিন্ময়ী শ্রীপদা গোটা দেশে এই নিয়ে সতর্কতা অবলম্বনের জন্য বলেন। এদিকে, লোকসভা নির্বাচনের আগে ডিপ ফেক ভিডিয়ো নিয়ে সতর্কবার্তা এসেছিল নরেন্দ্র মোদীর তরফেও।