ওপার বাংলার বহু ছবিতে বহু ভারতীয় অভিনেতা, অভিনেত্রীরা নানা সময় কাজ করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, ইধিকা পাল, চাঙ্কি পান্ডে সহ তালিকাটা বেশ লম্বা। আবার তেমন ভাবেই ওপার বাংলার চঞ্চল চৌধুরী, জয়া আহসান, পরীমনি, সহ বহু তারকারাই এপার বাংলা বা ভারতীয় ছবিতে কাজ করেছেন। কিন্তু এবার বদলের বাংলাদেশে ঘটতে চলেছে আরও এক নতুন জিনিস! ইউনুসের দেশে এবার ঢালিউডে কাজ করবেন এক পাকিস্তানি মডেল। তেমনটাই জানা গেল বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন থেকে।
আরও পড়ুন: শাহিদ-করিনার মান-অভিমান মিটতেই তুঙ্গে 'জব উই মেট ২' -র চর্চা! কবে আসছে সিক্যুয়েল?
কী ঘটেছে?
ফোর্স নামক একটি ছবি তৈরি হতে চলেছে ওপার বাংলায়। আসিফ ইকবাল জুয়েল সেই ছবিটির পরিচালনা করবেন। এই ছবিতেই মুখ্য মহিলা চরিত্রে থাকবেন এক পাকিস্তানি মডেল এবং অভিনেত্রী। জানা গিয়েছে তাঁর নাম জারা আহমেদ।
হঠাৎ পাকিস্তানি অভিনেত্রীকে কেন ছবিতে নেওয়া হল? এই বিষয়ে ছবির নির্মাতা জানিয়েছেন, তাঁরা বহুদিন ধরেই একজন অভিনেত্রী খুঁজছিলেন একটি পুলিশের চরিত্রের জন্য। তাঁদের সেই চরিত্রের জন্য এমন কাউকে দরকার ছিল যিনি নিয়মিত জিম করেন, মারপিট করতে পারবেন। মুখ হতে হবে লম্বাটে, পরিশ্রমী ছাপ থাকতে হতো এবং একই সঙ্গে ভাঙা চোয়াল কাম্য ছিল। তাঁরা চেয়েছিলেন এমন কাউকে এই চরিত্রে নিতে যাকে অ্যাকশন দৃশ্যে মানাবে। আর সেই কারণেই অনেক খোঁজাখুঁজির পর তাঁরা এই পাকিস্তানি মডেলকে পছন্দ করেছেন।
জারার সিরিয়ালের কাজ, অভিনয় দেখেই তাঁকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে বলেই ফোর্স ছবির নির্মাতারা জানিয়েছেন। অন্যদিকে যখন ছবির নির্মাতারা এই ছবিটির একটি ছোট্ট লুক শেয়ার করেন অভিনেত্রীর সঙ্গে সেটা দেখেই অভিনেত্রী রাজি হয়ে যান কাজটা করতে। পরবর্তীতে তাঁকে গোটা চিত্রনাট্য পাঠানো হয়। তিনি সেটা দেখে এই ছবি করতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির! কে এই গৌরী? জানুন মিস্টার পারফেকশনিস্টের প্রেমিকার বিষয়ে এই তথ্য
আরও পড়ুন: 'একটা বি গ্রেড অভিনেত্রী', কংগ্রেস নেতার রোষের মুখে মাধুরী! কিন্তু কেন?
আগামী ১০ এপ্রিল থেকে ফোর্স ছবিটির শ্যুটিং শুরু হবে। এফডিসি, কেরানিগঞ্জ, গাজীপুর সহ নানা জায়গায় এই ছবির শ্যুটিং হবে।