বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: লতা মঙ্গেশকরের গানে নাচছেন এক পাকিস্তানি মহিলা, মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো

Viral Video: লতা মঙ্গেশকরের গানে নাচছেন এক পাকিস্তানি মহিলা, মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো

ভাইরাল হল ভিডিওর দৃশ্য

Viral Video: সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, আর সেই ভিডিওয় দেখা যাচ্ছে একজন পাকিস্তানি মহিলা লতা মঙ্গেশকরের গানে নাচছেন। দেখুন।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিওগুলো বেশ ভালো রেসপন্স পাচ্ছে বিনোদনের কারণে। কিছু ভিডিও তো রীতিমত ভাইরাল হয়ে যাচ্ছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একজন পাকিস্তানি মহিলা লতা মঙ্গেশকরের গানে নাচছেন। একটি বিয়েতে সেই মহিলা লতা মঙ্গেশকরের মেরা দিল ইয়ে পুকারে গানটিতে নাচ করছেন। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রচুর শেয়ার হয়েছে ভিডিওটি। আপনি এই গানটি শুনুন বা না শুনুন, আপনার ভালো লাগুক বা না লাগুক এই মহিলার নাচ আপনার ভালো লাগবেই। এই গানটি ১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত নাগিন ছবির গান। এই ছবিতে বৈজয়ন্তী মালা, প্রদীপ কুমার, জীবন, প্রমুখকে দেখা গিয়েছিল।

এই ভিডিওটি তিনি প্রথমে টিকটকে পোস্ট করেছিলেন, পড়ে সেটাকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। এই ভিডিওর ক্যাপশনে লেখা হয় 'আই লাভ মাইসেলফ।' ‘ওয়ে আয়েশা’ নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়। এই ভিডিও যাঁরা একবার দেখতে শুরু করেছেন তাঁরা কিছুতেই দেখা থামাতে পারেননি। মুগ্ধ হয়েছেন এই মহিলার নাচের ছন্দে। এই ভাইরাল ভিডিওটি যে মহিলার তাঁর আসল নাম মানো। ভিডিওতে সেই মহিলাকে সবুজ রঙের একটি ঢিলে কুর্তি পায়জামায় দেখা গিয়েছে। আর এই পোশাকেই তিনি এই গানটিতে নেচেছেন। ভিডিওতে দেখা গিয়েছে তাঁর পিছনে বহু দর্শক বসে রয়েছেন, তাঁর এই সকলেই এই প্রাণবন্ত নাচটি উপভোগ করছেন। একবার এই ভিডিও দেখলে আপনার বারবার দেখতে ইচ্ছে করবে।

এই ভিডিওটিকে পাঁচদিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়।

ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ৭ লাখ ছাড়িয়ে গিয়েছে। সঙ্গে ৭১,৭০০ লাইক পেয়েছে। বহু কমেন্টও পড়েছে এই পোস্টে। একজন এক ভিডিওতে লিখেছেন, 'এর মধ্যে ১০০ বার দেখা হয়ে গিয়েছে এই ভিডিও।' আরেকজন মন্তব্য করেন, 'আমি জানি না কেন বারবার এই ভিডিও দেখেই চলেছি। আপনার নাচ ভীষণ ভালো লেগেছে।' সকলের মতেই এই ভিডিও দারুন লেগেছে তাঁদের।

বন্ধ করুন