অভিনয়ের জগতে পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি। সম্প্রতি তাঁর মেয়ে পলকও বলিউডে পা রেখেছেন। ইতিমধ্যে তাঁর একটা গানের ভিডিয়োও মুক্তি পেয়েছে। তবে টিনসেট টাউনে পা রাখতে না রাখতেই বডি শেমিংয়ের মুখে পড়তে হচ্ছে পলককে। তাঁর চেহারা নিয়ে হচ্ছে কুরুচিকর মন্তব্য। তাঁর রোগা চেহারা, কম ওজন নিয়ে হচ্ছে সমালোচনা। সম্প্রতি এই বিষয়ে কথা বলেন শ্বেতা, সঙ্গে এটাও জানান কেন এসব ব্যাপার গায়ে লাগে না পলকের।
গত বছর একটি শর্ট ফিল্ম দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন পলক। এরপর তাঁকে দেখা যায় র্যাপার হার্ডি সান্ধুর সাথে একটি মিউজিক ভিডিয়োতে। খুব জলদি বিবেক ওবেরয়ের সাথে ‘রোজি: দ্য স্যাফরন চ্যাপ্টার’ সিনেমায় দেখা মিলবে তাঁর।
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা জানান ওজন নিয়ে কী ধরনের কটাক্ষ শুনতে হচ্ছে পলককে। শ্বেতা বলেন, ‘এখনও লোক বলে, ‘ও তো প্যাকাটির মতো’, আমি কিন্তু ওকে এসব নিয়ে কিছু বলি না। তুমি এরকম আর তুমি এতেই সুন্দর। তুমি স্বাস্থ্যবান, তুমি দৌড়তে পারো। আর যতক্ষণ ও ফিট আছে, আমি এসব নিয়ে ভাবতে চাই না। আজকাল ইনস্টাগ্রাম আসলে ট্রোলিংয়ের জায়গা হয়ে দাঁড়াচ্ছে। ওকে ‘রোগা’, ‘অপুষ্টিতে ভোগে’-র মতো নানা কথা শুনতে হয়।’
শ্বেতা জানান, তিনি যেমন এসব ট্রোলিংয়ে পাত্তা দেন না, তেমন পাত্তা দেয় না পলকও। একবার মেয়ে তাঁকে প্রশ্ন করেছিল, ‘মা আমি কি সত্যি খুব রোগা?’ আর তাতে ‘কসৌটি’ অভিনেত্রীর উত্তর ছিল, ‘না, তুমি একদম ঠিক আছ। বয়স যখন আরেকটু বাড়বে দেখবে চেহারায় পরিবর্তন এসছে।’